প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩১ এএম
কারিনা কাপুর।
স্বামী সাইফ আলি খানের ওপর আততায়ীর হামলার পর সামাজিক মাধ্যমে খুব একটা নিয়মিত নন অভিনেত্রী কারিনা কাপুর। এর আগে পাপারাজ্জিদের নিয়ে একটি বিক্ষুব্ধ পোস্ট দিয়েও তা সরিয়ে নেন তিনি।
এবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন অভিনেত্রী। কারিনা লিখেছেন, ‘বিয়ে, বিবাহবিচ্ছেদ, দুশ্চিন্তা, সন্তান জন্ম দেওয়া, ভালোবাসার মানুষের মৃত্যু এবং মা-বাবা হিসেবে দায়িত্ব পালন- যতক্ষণ না এগুলো আপনার সঙ্গে ঘটছে, ততক্ষণ পর্যন্ত সত্যিই উপলব্ধি করতে পারবেন না। যখন আপনার জীবনে এই কঠিন সময় আসবে, তখন বাস্তবতা বুঝতে পারবেন। তার আগের মুহূর্ত পর্যন্ত নিজেকে স্মার্ট মনে হবে।’ সাইফের ওপর হামলার পর পাপারাজ্জিদের উদ্দেশে কারিনা বারবার বলেছেন যে, তারা যেন বাড়ির সামনে ভিড় না করেন।
সারাক্ষণ ক্যামেরা দিয়ে ছবি কিংবা ভিডিও করা থেকে বিরত থাকতে এমনকি সন্তান তৈমুর ও জেহর ছবিও যেন না তোলা হয়, সেই বিষয়েও অনুরোধ করেছেন। সূত্র মতে, এসব বিষয়ে পাপারাজ্জিদের সঙ্গে সাইফিনা একটি বৈঠকও করেছেন। এবার অভিনেত্রীর পোস্ট দেখে নেটিজেনরা ধারণা করছেন, পাপারাজ্জিদের উদ্দেশেই এই কথাগুলো বলেছেন তিনি।