× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নিজ অবস্থান থেকে আরেকটু সহনশীল হোন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৫ এএম

রুকাইয়া জাহান চমক

রুকাইয়া জাহান চমক

সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। প্রায়ই দেশ ও সমাজের নানা অসংগতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন তিনি। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূচনা থেকে শেখ হাসিনার সরকারের পতন পর্যন্ত রাজপথে সরব উপস্থিতি ছিল অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমকের। তিনি মনে করেন, যদি ৫ আগস্ট সরকার পতন না ঘটত, তাহলে আন্দোলনকারীরা এত দিনে দেশদ্রোহিতার অভিযোগে নির্মম দমননীতির শিকার হতেন। নিজের এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই মতপ্রকাশ করেন এবং সরাসরি আওয়ামী সমর্থকদের সতর্কবার্তা দেন।

চমক তার স্ট্যাটাসে লিখেছেন, ‘কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস নয়। দুটোকে মিলিয়ে ফেলবেন না।’ অভিনেত্রী লেখেন, ‘স্বৈরাচার সরকার ৫ আগস্ট পতন না হলে আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহিতার অপরাধে এত দিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।’

চমক লিখেছেন, ‘মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনও ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুটি ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজের মুরগির ন্যায় প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের ন্যায় বেঁচে থাকুন। আমরা বাঘের ন্যায় এক দিন বেঁচে থাকতে পারলেও গর্বিত, ধন্যবাদ।’ শনিবার আরেক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আমরা চাই এই দেশটাতে মানুষ শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক।

গুটিকয়েক সুবিধাবাদী অসাধু লোক এখনও দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে!! দেশ আর দেশকে ভালোবাসা মানুষগুলোর ইমোশন নিয়ে খেলে যাচ্ছে। ক্ষমতার নেশায় কিছু মানুষ সমস্ত বিবেক জ্ঞান হারিয়েছে। আমরা সাধারণ জনগণ, ক্ষমতা টাকা পয়সা কিছুই চাই না, চাই দেশটা ভালো থাকুক, মানুষগুলো ভালো থাকুক। 

সবশেষে তিনি বলেন, সবাই নিজ অবস্থান থেকে আরেকটু সহনশীল হন, আরেকটু দয়াশীল হোন। আমি জানি, কিছু মানুষ ক্ষমার অযোগ্য, তবু আইন নিজ হাতে তুলে নেওয়া কখনই দেশের জন্য ভালো উদাহরণ হতে পারে না। ওপরওয়ালা আছেন, নিশ্চয়ই তিনি সঠিক সময়ে সঠিক বিচারই করবেন। সবাই মিলে দেশটাকে নতুনভাবে গড়ি। আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হই। 

এদিকে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে ভিন্ন আয়োজনে নির্মিত মিউজিক ভিডিও ‘স্বর্গ’। ম্যাজিক ভিডিওতে ভিন্ন এক লুকে দেখা যাবে জানান চমক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা