প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৬ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৮ এএম
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য শাওনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
শাওনের বিরুদ্ধে মামলা বা কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে রেজাউল করিম মল্লিক বলেন, এখনো সুর্নিদিষ্ট কোনো অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়নি। তবে পরে বলা যাবে।
সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করে স্থানীয় ছাত্র-জনতা।
শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
শাওনের মা বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪ মেয়াদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও দলটির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।