× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে চান না মিথিলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৭ পিএম

দুই বাংলার জনপ্রিয় তারকা মিথিলা ও সৃজিত। ছবি : সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় তারকা মিথিলা ও সৃজিত। ছবি : সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা, ‘জলে জ্বলে তারা’। এ সিনেমা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলতে দেখা যায় মিথিলাকে।

দর্শকদের আগ্রহ মিথিলার ব্যক্তিগত জীবন নিয়ে। বিশেষ করে মিথিলার প্রাক্তন স্বামী গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পরই মিথিলাকে নিয়ে আলোচনা বেড়েছে। আর ব্যক্তিগত বিষয় দূরে রেখে কাজের প্রসঙ্গে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে অভিনেত্রীর দাম্পত্য নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু এ নিয়ে মুখ খুলতে একদমই নারাজ মিথিলা। স্পষ্ট জবাব, তিনি কিছু বলতেই চান না। সেখানে সৃজিত প্রসঙ্গ উঠতেই মিথিলা বলেন, ‘আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়েই কথা বলি। কারণ আমি দেখেছি যে এই ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গেলেই সাক্ষাৎকারের এই কথাগুলো থেকে ছোট ছোট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবে। ছোট ক্লিপগুলো বারবার অপ্রাসঙ্গিক জায়গাগুলোতে দেখানো হবে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয় নিয়ে কোনো কথা বলব না।’

সরকারি অনুদানপ্রাপ্ত ‘জলে জ্বলে তারা’ সিনেমায় সার্কাস কন্যা হিসেবে দেখা যাবে মিথিলাকে। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ এফ এস নাঈমকে। সিনেমায় তাকে হোসেন মাঝি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ সিনেমায় মিথিলা-নাঈম ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা