প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০২ পিএম
কলকাতার টালিউডে আবারও নির্মাতা ও টেকনিশিয়ানদের মধ্যে দ্বন্দ্বের ঘটনা ঘটেছে, যার ফলে সম্প্রতি পরিচালক সৃজিত রায়ের শুটিং কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
কলকাতার টালিউডে আবারও নির্মাতা ও টেকনিশিয়ানদের মধ্যে দ্বন্দ্বের ঘটনা ঘটেছে, যার ফলে সম্প্রতি পরিচালক সৃজিত রায়ের শুটিং কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নতুন মেগা সিরিয়াল শুটিং শুরু হওয়ার কথা থাকলেও ফেডারেশনের বিরুদ্ধে পরিচালকের কিছু মন্তব্যের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সৃজিত রায়ের নতুন ধারাবাহিকের শুটিং শুরুর আগেই কয়েক লাখ রুপি খরচ করে তৈরি করা হয়েছে সেট, কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে টেকনিশিয়ানরা কোনো সহযোগিতা করতে রাজি হননি বলে অভিযোগ করেছেন সৃজিত রায়। এর আগে ডিরেক্টরস গিল্ড-ফেডারেশনের ঝামেলার সময় পরিচালকের কিছু মন্তব্য টেকনিশিয়ানদের বিরুদ্ধে ছিল, যার কারণে তারা ক্ষুব্ধ এবং সৃজিত রায়ের কাছে ক্ষমাপ্রার্থনার দাবি তুলেছেন।
পরিচালক সৃজিত রায় এ বিষয়ে বলেন, ‘গত রবিবার জানতে পারি আর্ট সেটিং গিল্ড আমার শুটিংয়ে কাজ বন্ধ করে দিয়েছে। তাদের সভাপতির সঙ্গে কথা বলেছি এবং তারা অভিযোগ করেন, আমি কোনো একসময় টেকনিশিয়ানবিরোধী কথা বলেছি। আমি প্রমাণ চেয়েছিলাম, কিন্তু তারা কিছুই দিতে পারেননি।’
এ পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, যদি টেকনিশিয়ানদের দাবি না মেনে নেওয়া হয়, তবে কলকাতার টালিউডের সব মেগা সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে যেতে পারে। এ দ্বন্দ্বের বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, ‘সৃজিত টালিউডের অন্যতম সেরা পরিচালক। তার কাজের গুণগত মান প্রশংসনীয়। সৃজিতের কাজ বন্ধ হওয়া উচিত নয়। আমি নিশ্চিত, যেকোনো পরিচালকের সমস্যা হলে অন্য পরিচালক তার পাশে দাঁড়াবেন।’
এদিকে, সৃজিত রায়ের শুটিং বন্ধ হওয়ার ঘটনায় টালিউডে নতুন এক সংকটের সৃষ্টি হয়েছে, যার সমাধান শিগগিরই না হলে পুরো ইন্ডাস্ট্রিতে বিপর্যয় ঘটতে পারে।