প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৬ পিএম
কন্যার সঙ্গে প্রিয়াঙ্কা ও নিক জোনাস। ছবি : সংগৃহীত
কিছুদিন আগে এক কন্যার মা হয়েছেন প্রিয়াঙ্কা। বলিউডের সফল এই অভিনেত্রী বিয়ে করেছেন হলিউড গায়ক ও অভিনেতা নিক জোনাসকে। দেশ-বিদেশে নিজের অভিনয় প্রতিভার কারণে পেয়েছেন মানুষের ভালোবাসা। এখনও বলিউড পাড়ায় কান পাতলে শোনা যায় অভিনেত্রীকে নিয়ে পুরনো সব গল্প। বলিউডে একাধিক পুরুষ তার প্রেমে পড়েছেন। অক্ষয় কুমার থেকে শাহরুখ খান, শাহিদ কাপুরদের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সবকটি সম্পর্কেই নাকি মনপ্রাণ ঢেলে দিয়েছিলেন, কিন্তু সম্মান পাননি প্রিয়াঙ্কা। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।
অভিনেত্রী জানান, কষ্ট পেয়েছেন প্রেমের সম্পর্কে, মানও খুইয়েছেন। তাই নিককে স্বামী হিসাবে নির্বাচন করার সময় কোন দিকগুলো মাথায় রেখেছিলেন জানালেন নিজেই।
সম্প্রতি ভাইয়ের বিয়ে উপলক্ষে মুম্বাইয়ে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। ভাইয়ের মতো নিজেও প্রেম করে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে নিজের বিয়ের সময় পাত্রের মধ্যে যে গুণগুলো দেখেছেন সেই প্রসঙ্গে প্রিয়ঙ্কা বলেন, ‘প্রথমত, আমি দেখেছি মানুষটা সৎ কি না! কারণ জীবনে সম্পর্কের ক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছি। দ্বিতীয়, মানুষটা পরিবারকে সময় দেয় কি না সেটা দেখেছিলাম।’ তিনি আরও বলেন, ‘তৃতীয়, আমার পেশাকে সম্মান করে কি না! কারণ আমি ভীষণ সিরিয়াস আমার কর্মজীবন নিয়ে। চতুর্থত, আমি সবসময় এমন একজনকে চেয়েছি যে সৃষ্টিশীল হবে। জীবনে আমার সঙ্গে যার বড় কিছু করার লক্ষ্য আছে।’
সর্বশেষ এই অভিনেত্রী জানান, তার সঙ্গীকে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে তার মতো। নিকের মধ্যে এই ৫ গুণ থাকায় তার সঙ্গেই সংসার পাতেন প্রাক্তন এই বিশ্ব সুন্দরী।
উল্লেখ্য, ২০১৭ সালের ‘মেট গালা’ অনুষ্ঠানে মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেতা নিক জোনাসের সঙ্গে পরিচয় হয় প্রিয়াঙ্কার। এর এক বছর পর তারা বিয়ে করেন। দাম্পত্য জীবনের ৭ বছর কাটিয়ে ফেলেছেন এই দম্পতি।