প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৩ পিএম
‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের একটি দৃশ্যে নাসির উদ্দিন খান। ছবি : সংগৃহীত
‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজ ওটিটিতে মুক্তি পায় দুই বছর আগে। আলোচিত সিরিজটি দিয়ে দেশের আনাচে কানাচে পৌঁছে গিয়েছিলেন এর দুই অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান ও রাফিয়াত রশিদ মিথিলা।
এরপর সিরিজটির সিক্যুয়েল নিয়ে নানা জল্পনা তৈরি হলেও পরে সেটি স্থগিত হয়। এবার জানা গেল, অবশেষে আসছে বহুল প্রতিক্ষীত এই সিরিজের সিক্যুয়েল। ইতোমধ্যে গল্প থেকে শুরু করে শিল্পী নির্বাচন সবকিছুই সম্পন্ন হয়েছে।
জানা গেছে, চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হচ্ছে শিহাব শাহীন পরিচালিত এ সিরিজটির। এতে প্রথম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এ অভিনয় করা প্রায় সব শিল্পীই থাকছেন, সঙ্গে নতুন করে যোগ হবেন আরও বেশ কয়েকজন।
সিরিজটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করতে চায় না সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিং এর মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে আসে ৬ পর্বের ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজে।