প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৫ পিএম
অভিনেত্রী জুলিয়েট বিনোশ। ছবি : সংগৃহীত
ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করলেন ফ্রান্সের সুপরিচিত অভিনেত্রী জুলিয়েট বিনোশ। এবারের কান চলচ্চিত্র উৎসবে তিনি জুরিবোর্ডের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন, যা কানের ইতিহাসে দ্বিতীয়বার কোনো নারীর এ দায়িত্ব গ্রহণের ঘটনা। এর আগে ২০১৯ সালে বার্বিখ্যাত পরিচালক গ্রেটা গারউইগ প্রথম নারী হিসেবে জুরির সভাপতি হয়েছিলেন।
জুলিয়েট বিনোশের জন্য এটি এক নতুন স্বপ্নের বাস্তবায়ন। অভিনেত্রী নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘জুরির সদস্যদের সঙ্গে কাজ করতে পারাটা অভূতপূর্ব অভিজ্ঞতা। জীবনে যে অভিজ্ঞতা সংগ্রহ করেছি, তা ভাগাভাগি করতে চাই।’ তিনি কান উৎসবে তার প্রথম অংশগ্রহণের স্মৃতি স্মরণ করেন। ১৯৮৫ সালে, যখন ক্যারিয়ার নিয়ে সন্দিহান ছিলেন, তখনই কান উৎসবে তার প্রথম পদচারণ হয়েছিল। ৪০ বছর পর সেই উৎসবের বিচারক হয়ে ফের ফিরে আসা যেন তার কাছে অকল্পনীয়।
জুলিয়েট বিনোশের ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৮৩ সালে ‘লিবার্টি বেল’ সিনেমা দিয়ে। ১৯৮৫ সালে ‘রঁদেভু’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান, যা কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছিল। সে সময় থেকেই তার কান উৎসবের সঙ্গে সম্পর্ক। পরবর্তী সময়ে লালগালিচায় তার পদচারণ হয়ে ওঠে এক অন্যতম চিহ্নিত মুহূর্ত। ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৭০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন।
সম্প্রতি ইউরোপিয়ান
ফিল্ম একাডেমির সভাপতি নির্বাচিত হয়েছেন জুলিয়েট বিনোশ। তিনি মাইকেল হানেক, ডেভিড ক্রোনেনবার্গ,
আব্বাস কিয়ারোস্তামি এবং হিরোকাজু কোরে-এডার মতো খ্যাতনামা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।
৭৮তম কান চলচ্চিত্র উৎসব ১৩ মে শুরু হতে যাচ্ছে। এপ্রিলের মাঝামাঝি বিভিন্ন শাখার নির্বাচিত
সিনেমাগুলোর তালিকা প্রকাশিত হবে।