প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩২ এএম
ছবি কোলাজ : প্রবা
নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয়ের সব মাধ্যমেই দাপটের সঙ্গে কাজ করছেন। টিভিনাটক, ওটিটি কনটেন্ট, সিনেমা সব মাধ্যমেই রয়েছে তার ব্যস্ততা। সম্প্রতি নতুন এক সিনেমার ঘোষণায় আবারও এলেন আলোচনায়।
মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ, শরিফুল রাজ এ ত্রয়ীকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। যিনি কলকাতার জনপ্রিয় নায়ক জিৎকে নিয়ে ‘মানুষ’ নামে সিনেমা বানিয়ে বড়পর্দার পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন দুই বছর আগে। এটি হতে যাচ্ছে এ নির্মাতার বাংলাদেশে প্রথম কোনো কাজ।
কদিন ধরেই শোনা যাচ্ছে ফারিণ ও রাজ জুটির প্রথম এ সিনেমার নাম হবে ‘ইনসাফ’। তবে এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সঞ্জয় বলেছেন, নাম এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘ইনকিলাব বা ইনসাফ এ দুটি নামের মধ্যে একটি চূড়ান্ত হবে।’ তার নতুন সিনেমার পোস্টার বা নাম নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে জানিয়ে সঞ্জয় বলেন, ‘আমরা কোনো পোস্টার প্রকাশ করিনি বা সিনেমা নিয়ে আনুষ্ঠানিক কিছুই আসলে এখনও প্রকাশ করা হয়নি। তবে খুব শিগগিরই আমরা সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’
শিল্পীদের চূড়ান্ত হওয়ার খবর নিশ্চিত করে সঞ্জয় বলেন, ‘মোশাররফ করিম, ফারিণ ও রাজ আমাদের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, আমাদের চরিত্র এবং কাস্টিংয়ে আরও চমক আছে। যেগুলো আমরা একে একে প্রকাশ করব।’
সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র প্রযোজনার দায়িত্ব নিয়েছে। ড্রামা অ্যাকশন থ্রিলার ঘরানার গল্প এখানে আনা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জয়। বাংলাদেশে প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বাস কেমন কাজ করছেÑ প্রশ্নে তিনি বলেন, ‘উচ্ছ্বাসের থেকেও দায়িত্ববোধ বিষয়টা বেশি কাজ করছে। কারণ এ সিনেমায় প্রযোজক অনেক টাকা লগ্নি করেছেন। দর্শকের জন্যও একটা কমিটমেন্টের জায়গা রয়েছে। যারা সিনেমা দেখতে আসবেন তাদের যেন সময় এবং টাকা দুটোই কাজে লাগে তার দিকেও খেয়াল রাখা বড় দায়িত্ব।’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে, দৃশ্যধারণের তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সঞ্জয়।
এদিকে টালিউড তারকা দেব জানিয়েছেন নতুন বছরেই আসছে ‘প্রজাপতি ২’। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। সব মিলিয়ে তিন তারকার নতুন সিনেমা কেমন হবে সে অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।