প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫১ পিএম
স্বামী-সন্তান নিয়ে প্রথমবার প্রকাশ্যে এলেন পপি। ছবি: সংগৃহীত
একসময় বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা সাদিকা পারভিন পপি, যিনি তার অভিনয় গুণে খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। হঠাৎ করেই ৫ বছর আগে সিনেমা জগৎ থেকে আড়ালে চলে যান। প্রথম দিকে তার অদৃশ্য হওয়ার বিষয়টি অনেকেই স্বাভাবিক মনে করলেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রহস্যের জন্ম নেয়। অনেক দিন পর জানা যায়, পপি গোপনে বিয়ে করেছেন এবং সন্তানের মা হয়েছেন।
২০২১ সালের অক্টোবরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পপির ছেলে সন্তানের জন্ম হয়। এখন তিনি পুরোদমে সংসারী এবং ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো সম্পর্ক রাখছেন না। ধানমন্ডিতে স্বামী ও সন্তানের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার স্বামী ও সন্তানের ছবি। সন্তানের নাম 'আয়াত' রাখা হয়েছে, যার বয়স প্রায় ৪ বছর। পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল, যিনি একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর এবং জাহাজ ব্যবসায়ী।
সিনেমায় পপির অভিষেক ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় 'কুলি' সিনেমার মাধ্যমে, এবং তার পরপরই তিনি সফলতার সঙ্গে একের পর এক সিনেমায় কাজ করে যান। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।