প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৭ পিএম
৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বলী’। ছবি : সংগৃহীত
ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার প্রযোজক পিপলু আর খান জানান, ৭ ফেব্রুয়ারি দেশের হলে মুক্তি পাবে সিনেমাটি। সেভাবেই এখন সব প্রস্তুতি নিচ্ছেন। গত বছরের সেপ্টেম্বরে সেন্সর সার্টিফিকেশন সনদ পায় ছবিটি। বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জেতে ‘বলী’।
এ বিষয়ে পিপলু আর খান বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল আরও সপ্তাহখানেক পেছানোর। ১৪ ফেব্রুয়ারি বেছে নিয়েছিলাম। পরে পরিচালকের সঙ্গে কথা বলে, বেশ কিছু কারণে আমাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। ৭ তারিখে মুক্তি দেওয়াই এখন আমাদের কাছে বেটার মনে হচ্ছে। অল্প সময় হাতে থাকলেও এই সময় নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
সিনেমাটির মুক্তি উপলক্ষে পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী জানালেন, সিনেমা মুক্তি নিয়েই তিনি ব্যস্ত। তিনি বলেন, ‘৭ ফেব্রুয়ারিতেই আমরা সিনেমাটির মুক্তি দিচ্ছি। ডিস্ট্রিবিউটর ও হল কর্তৃপক্ষের সঙ্গে সেভাবেই চুক্তি হয়েছে। আমরা সেভাবেই সিনেমাটি নিয়ে শেষ মুহূর্তের কাজগুলো শেষ করছি।’
২৮তম বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জয় করে ‘বলী’। সিনেমাটি গত বছর সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ আরও কিছু উৎসবে প্রদর্শিত হয়। সর্বশেষ গত জানুয়ারিতে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী সিনেমা নির্বাচিত হয় বলী। সে আয়োজনে প্রযোজক জানিয়েছিলেন, খুব শিগগির সিনেমাটি মুক্তি পাবে। অবশেষে দেশের দর্শক ৭ ফেব্রুয়ারি থেকে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।
২০২১ সালে বাংলাদেশ সরকারের অনুদান পায় ‘বলী’। সিনেমায় মূল বলীর চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দীন খান। তাঁর সঙ্গে রয়েছেন প্রিয়াম অর্চি, ইতমাম, এনজেল। বাংলাদেশ থেকে সিনেমাটি এবার অস্কারেও প্রতিনিধিত্ব করে।