× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাণ রায় ও শশী জুটির ‘মন মানসী’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১৮:৩১ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৯:১৮ পিএম

প্রাণ রায় ও শশী জুটির ‘মন মানসী’

শারমীন জোহা শশী। জহির রায়হানের উপন্যাস অবলম্বনে সুচন্দা পরিচালিত ও রিয়াজের বিপরীতে ‘হাজার বছর ধরে’ সিনেমা দিয়ে শোবিজে আসেন। প্রথম সিনেমা দিয়েই নিজেকে আলোচনায় নিয়ে আসেন তিনি। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন টিভি নাটকে। তবে সম্প্রতি অনিয়মিত তিনি। হঠাৎ তাকে দেখা যায় বিশেষ দিবস বা আয়োজনে। তেমনি বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন শশী। 

কাজ করেছেন 'মন মানসী’ নামের একটি টেলিছবিতে। এতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা প্রাণ রায়ের সঙ্গে। এটি রচনা করেছেন পারভেজ ইমাম ও পরিচালনায় আছেন সানজিদ খান প্রিন্স। নির্মাতা জানান, টেলিছবিটি শিগগিরই চ্যানেল আইয়ের মাঝদুপুরের টেলিফিল্ম আয়োজনে প্রচার হবে।

অনেক দিন পর শুটিংয়ে ফিরে আনন্দিত শশী বলেন, ‘খুব মজার একটি গল্প এই টেলিছবিটির। পাশাপাশি আমি যে চরিত্রে অভিনয় করব সেটিও অভিনব। তাই কাজটি করছি। এ ছাড়া প্রাণ রায় আমার পছন্দের অভিনেতা। তার সঙ্গে কাজের মজাই আলাদা। আশা করছি টেলিছবিটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

এতে প্রাণ রায় ও শশী ছাড়াও অভিনয় করেছেন অলিউল হক রুমী, নাসিক মাহি, দেবাংশু পল্লব, শান আহমেদসহ অনেকে।

নির্মাতা এ টেলিছবির গল্প সম্পর্কে বলেন, বশির চোর। চুরির সবরকমের কৌশল তার হাতে আছে। তার একমাত্র সুন্দরী বউ বিউটি। বশিরকে বিয়ে করে তার মনে অনেক কষ্ট। কারণ মা-বাবা মরা মেয়ে সে। তার মামা জোর করে তাকে বশির চোরের সঙ্গে বিয়ে দিয়েছে। কারণ বিউটির মামাও ছিল চোর। বিয়েতে বিউটির মত ছিল না। তবে বশির বিউটিকে পাগলের মতো ভালোবাসে। এই ভালোবাসার জন্য বিউটি তাকে ছেড়ে যেতে পারে না। একদিন বিউটির বাসায় তার এক বান্ধবী মরিয়ম বেড়াতে আসে। ওই দিনই বিউটি বুঝতে পারে সে মা হতে চলেছে। মরিয়মও অনেক খুশি। কিন্তু বিউটির মনে খুশি নেই। সে মরিয়মকে বলে, চোরের সন্তান চোর হবে না তো? এভাবে চলতে থাকে গল্প।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা