× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেটফ্লিক্সের পর্দায় মার্কেসের ‘নিঃসঙ্গতার একশ বছর’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৩ পিএম

ওয়েবসিরিজটি গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কালজয়ী উপন্যাস 'নিঃসঙ্গতার একশবছর' অবলম্বনে নির্মিত হয়েছে। ছবি : সংগৃহীত

ওয়েবসিরিজটি গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কালজয়ী উপন্যাস 'নিঃসঙ্গতার একশবছর' অবলম্বনে নির্মিত হয়েছে। ছবি : সংগৃহীত

গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কালজয়ী উপন্যাস 'ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিটিউড' বা 'নিঃসঙ্গতার একশবছর' উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের পর্দায়। এই সিরিজের প্রথম আটটি পর্ব গতবছরের  ডিসেম্বরে মুক্তি পায়।  

লাতিন আমেরিকার গভীর এক জঙ্গলে এক পরিবারের বসবাস। যার পূর্বদিকে এক দুর্গম পর্বতমালা, আর পাহাড়ের ওপাশে প্রাচীন শহর রিয়োহাচা। পরিবারের কর্তা হোসে আর্কাদিও বুয়েন্দিয়া কৌতূহলী এবং উদ্ভাবনীশক্তি সম্পন্ন চরিত্রের অধিকারী। তার নিজের হাতে খুন হওয়া এক লোকের ভূতের উৎপাত থেকে রক্ষা পেতে হঠাৎই একদিন পুরনো গ্রামটা ছেড়ে নতুন আবাসের খোঁজে নিজের বউ আর কিছু অনুসারী নিয়ে বেরিয়ে পড়েন তিনি। ২৬ মাসের দীর্ঘ অভিযানের ইতি টেনে অচেনা এক জায়গায় এসে বসতি স্থাপন করে তারা। গ্রামটার নাম রাখে মাকোন্দো।

এই মাকোন্দো গ্রামের সাত প্রজন্মের নিত্যদিনের গল্পগুলো নিয়েই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ রচিত নোবেলজয়ী উপন্যাস নিঃসঙ্গতার একশো বছর। আর  ‘নিঃসঙ্গতার একশো বছর’ নোবেলজয়ী উপন্যাসটি অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। সিরিজটিতে দেখানো হয়েছে বুয়েন্দিয়া পরিবারের গল্প। মাকোন্দো শহরে সাত পুরুষের পরিবারটির প্রেম, যুদ্ধ, পাগলামি, আবিস্কার, উদ্ভাবন আর অভিশাপের বয়ে চলা ইতিহাস। 

এ সিরিজ সম্পর্কে নেটফ্লিক্স জানায়, এটি আজ পর্যন্ত ল্যাটিন আমেরিকার তাদের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলির মধ্যে একটি। এতে কলম্বিয়া ও ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিভাবান শিল্পীরা কাজ করেছেন।

স্প্যানিশ ভাষার নির্মিত সিরিজের শুটিং হয়েছে কলম্বিয়ায়। এর আগে ২০২২ সালে মার্কেসের সাহিত্যে নোবেল পুরস্কার লাভের ৪০ বছর পূর্তিতেও একটি সংক্ষিপ্ত টিজার প্রকাশ করেছিল নেটফ্লিক্স। ২০১৯ সালেই জানা যায়, মার্কেসের উপন্যাসটি নিয়ে সিরিজ নির্মাণের সত্ত্ব নিয়েছে নেটফ্লিক্স।  ২০২৪ সালের ডিসেম্বরে সিরিজের প্রথম আটটি পর্ব মুক্তি দেওয়া হয়। 

১৯৬৭ সালের প্রকাশিত মার্কেসের উপন্যাসটি ব্যাপকভাবে জনপ্রিয়। এটি প্রায় ৫০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে এবং ৪০টি ভাষায় অনূদিত হয়েছে। কলম্বিয়ান এন্টারটেইনমেন্ট কোম্পানি ডায়নামোর প্রযোজনায় সিরিজটি নির্মাণ করা হয়েছে। 

এতে মূল চরিত্রে অভিনয় করেছেন ক্লাউডিও কাতানো, জেরোনিমো ব্যারন, মারকো গনজালেস, লিওনার্দো সোতো, সুসানা মোরালেস, এলা বেসেরা, কারলোস সুয়ারেজ, মোরেনি বরজা এবং সান্তিয়াগো ভাসকুয়েজ।

১৬ পর্বের সিরিজটি লিখেছেন হোসে রিভেরা, নাটালিয়া সান্তা, ক্যামিলা ব্রুগেস, মারিয়া ক্যামিলা আরিয়াস ও আলবাত্রোস গনজালেজ। আর পরিচালনা করেছেন লরা মোরা ও অ্যালেক্স গার্সিয়া লোপেজ।

সিরিজটি দেখা যাবে নেটফিক্সের অফিশিয়াল ওয়েবসাইটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা