× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বইমেলায় তারকাদের বই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৬ এএম

ছবি কোলাজ : প্রবা

ছবি কোলাজ : প্রবা

শুরু হয়েছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবেন বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। বইমেলায় এবার বাড়ানো হয়েছে স্টল সংখ্যা। মানসম্পন্ন বইয়ের প্রতি দেওয়া হচ্ছে গুরুত্ব। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এদিকে প্রতি বছরের মতো এবারের মেলায়ও থাকছে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের বই। যেসব বইয়ের প্রতি বরাবরই পাঠকের থাকে অন্যরকম আগ্রহ। বরাবরের মতো এবারও একই ধারাবাহিকতা ধরে রেখেছেন তারা।

আবুল হায়াতের আত্মজীবনী

২০২৪ সালের শেষ দিকে প্রকাশিত হয়েছে বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’। নতুন এ বইটি পাওয়া যাবে এবারের বইমেলায়। এ বইয়ে তার অভিনয় ও ব্যক্তিজীবন তুলে ধরা হয়েছে। আবুল হায়াতের আত্মজীবনীমূলক এ বইটি আসছে ‘সুবর্ণ প্রকাশনী’ থেকে।

সুষমা সরকারের ‘দ্বিতীয়’

এবার বইমেলায় নিজের ‘দ্বিতীয়’ বই নিয়ে আসছেন অভিনেত্রী সুষমা সরকার। বিভিন্ন সময়ে লেখা কিছু গল্প মলাটবন্দি করা হয়েছে এতে। বইটির নাম দ্বিতীয়। তবে দ্বিতীয় বলতে তিনি বুঝিয়েছেন নারীদের কথা। সুষমা বলেন, ‘দ্বিতীয় নামে আমার এ সংকলনের প্রতিটি গল্পে আমি প্রকাশ করতে চেয়েছি বিভিন্ন বয়সের নারীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, নারীর অবস্থান, একাকিত্ব, তাদের লড়াই ও ক্ষমতায়নের কথা।’ শব্দশিল্প প্রকাশ করেছে বইটি।

শানুর ‘বাঘ মানুষ’

শানারেই দেবী শানু এখন অভিনয় যতটা করেন, তার চেয়ে বেশি সময় দেন লেখালেখিতে। কবিতা, শিশুতোষ গ্রন্থ, উপন্যাস সব মিলিয়ে এ পর্যন্ত ১৭টি বই প্রকাশ পেয়েছে তার। এবার নিয়ে এসেছেন থ্রিলার উপন্যাস ‘বাঘ মানুষ’। প্রকাশ পেয়েছে আজব প্রকাশনী থেকে।

ফাহমিদা নবীর ডায়েরি

সংগীতশিল্পী ফাহমিদা নবী। এবারের মেলায় তার একটি বই আসছে। নাম ‘ফাহমিদা নবীর ডায়েরি’। নতুন এ বইটি প্রকাশ করতে যাচ্ছে শব্দশিল্প প্রকাশনী, যার প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটি নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন। যেখানে লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তে, ডায়েরি লিখতে। খুব ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, করছি।’ এরপর জীবনের নানানরকম অভিজ্ঞতা নিয়ে লেখা এ বইটি সম্পর্কে ফাহমিদা নবী আরও লিখেছেন, ‘গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি।’

আরও বই

পাওয়া যাবে অভিনেত্রী ফারজানা ছবির উপন্যাস ‘বৃত্তবাস’। যেটি প্রকাশ হবে মিজান পাবলিশার্স থেকে। এবারের মেলায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার একটি উপন্যাস ও একটি কবিতার বই পাওয়া যাবে। উপন্যাসের নাম ‘আমরা কখনও বন্ধু ছিলাম না’।

অভিনেতা ফারুক আহমেদ ইদানীং বই নিয়েও হাজির হচ্ছেন মেলায়। ‘স্মৃতিতে হ‍ুমায়ূন আহমেদ’ ও ‘আমার না বলা কথা’র পর এবার তিনি নিয়ে এসেছেন ‘হাউ মাউ খাও’। প্রকাশ পেয়েছে মিজান পাবলিশার্স থেকে।

গায়িকা সাজিয়া সুলতানা পুতুল নিয়মিত লেখেন। আগেও কয়েকটি বই এসেছে তার। এবারের মেলায় প্রকাশ করেছেন উপন্যাস ‘শিল্পীসত্তার ব্যবচ্ছেদ’। প্রকাশ পেয়েছে অনন্যা প্রকাশনী থেকে। সংগীতশিল্পী জয় শাহরিয়ার প্রকাশনার সঙ্গেও যুক্ত। তার আজব প্রকাশনী থেকে প্রতি বছরই বিভিন্ন লেখকের একাধিক বই প্রকাশ পায়। অন্যদের লেখা প্রকাশের পাশাপাশি নিজের বইও প্রকাশ করেন জয় শাহরিয়ার। এবার তিনি নিয়ে এসেছেন তৃতীয় কাব্যগ্রন্থ ‘সুর ছাড়া কবিতারা’। এতে ৫৩টি কবিতা রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা