প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৪ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
গান পরিবেশন করতে মঞ্চে অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। তারপর দ্রুত তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শনিবার (১ ফেব্রুয়ারি) তাকে আইসিইউতে নেওয়া হয়।
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন : আমি আছি থাকব’ অনুষ্ঠানের মঞ্চে উঠে অসুস্থ হন তিনি।
এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দীঠি আনোয়ার।
‘আমাদের সাবিনা ইয়াসমীন : আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবার মঞ্চে ফেরেন এই শিল্পী। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে শনিবারও একই মঞ্চে গাইবার কথা ছিল এই বরেণ্য শিল্পীর।
২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।