প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪১ পিএম
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার।
আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-কেন্দ্রিক মাসব্যাপী অনুষ্ঠান ‘বইমেলা প্রতিদিন’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার।
আর অনুষ্ঠানটি নিবেদন করছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান আলোঘর প্রকাশনা। লেখক, প্রকাশক, প্রচ্ছদশিল্পী আর পাঠকদের সাক্ষাৎকার-ভিত্তিক এই অনুষ্ঠানটি ধারণ করা হবে মেলার মাঠে। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ-বিদেশের দর্শক বইমেলার আমেজ পাবেন ঘরে বসে। আর জানতে পারবেন নতুন এবং বিশেষ বইগুলোর খোঁজ-খবর। পরিচিত হতে পারবেন লেখক-প্রকাশকদের সর্বশেষ ভাবনার সঙ্গে। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন- ‘এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নতুন বইয়ের খবর ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আর সেই উদ্দেশ্য পূরণের লক্ষে নবমবারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনা করতে যাচ্ছি, এটা নিঃসন্দেহে আনন্দের। এই আনন্দ বহুগুণ বেড়ে যাবে যদি গত আট বছরের মতো এবারও দর্শককে পাশে পাই।’
উল্লেখ্য, এইচ এম তানভীর হাসানের প্রযোজনায় আলোঘর প্রকাশনা নিবেদিত ‘বইমেলা প্রতিদিন’ অনুষ্ঠানটি বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভিতে (জিটিভি) প্রচার হবে ফেব্রুয়ারির প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে। তবে চলমান বিপিএলের কারণে প্রথমদিনের পর্বটি প্রচার হবে রাত ১০টায়।