প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩০ পিএম
‘দোস্তানা’ ছবিতে একসঙ্গে ছিলেন জন-প্রিয়াঙ্কা
এসএস রাজামৌলী পরিচালিত আগামী ছবিতে থাকছেন জন আব্রাহাম। শোনা যাচ্ছে, ছবির খলচরিত্রের জন্য জনকে প্রস্তাব দিয়েছেন নির্মাতারা।
ছবিটি করতে রাজি হয়েছেন অভিনেতাও। প্রথমে কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়া-মহেশবাবু অভিনীত ছবিটির খলচরিত্রে থাকবেন পৃথ্বীরাজ সুকুমারন। তবে নিজের ছবির পরিচালনাসংক্রান্ত আরও নানা কাজে ব্যস্ত থাকায় ছবিটি করছেন না সুকুমারন। ইতোমধ্যে হায়দরাবাদে শুট শুরু হয়েছে বড় বাজেটের অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এ ছবির। এর আগে ‘দোস্তানা’ ছবিতে একসঙ্গে ছিলেন জন-প্রিয়াঙ্কা।
৩০ কোটি রুপি পারিশ্রমিকের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে আবির্ভুত হয়েছেন তিনি। জঙ্গল অ্যাডভেঞ্চার গল্পে নির্মিতব্য এই সিনেমাটির কাজ শুরুর প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছেন রাজামৌলী।