× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্যরকম অনন্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৫ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৭ পিএম

অন্যরকম অনন্যা

বলিউডের জেন-জি প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে। অভিনয়দক্ষতা নিয়ে খুব কথা না হলেও এ তারকার ফ্যাশন থাকে আলোচনার তুঙ্গে। সুপারহিট এ বলিউড সুন্দরীকে প্রায়ই দেখা যায় চোখধাঁধানো সব সাজপোশাকে।

সম্প্রতি যেন একটু অন্যরকম বোল্ড লুকে দেখা দিচ্ছেন অনন্যা ইনস্টাগ্রামের পোস্টগুলোয়। ভিন্ন দুই ফিউশন আউটফিটে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। শুরুর দিকে নিজের কাজ দিয়ে দর্শকের মনে সেভাবে জায়গা করতে পারেননি অনন্যা। শুধু তাই নয়, নাকে জিব ঠেকানোর মতো নানা কাণ্ড করে দর্শকের কাছে বেশ ট্রোলের শিকার হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বর্তমানে তার কাজ বেশ প্রশংসা পাচ্ছে। অভিনেত্রীর সিরিজ দেখে স্বয়ং অনুরাগ কাশ্যপও তার প্রশংসা করেছেন। তবে অভিনয় জগতে নিজের পায়ের মাটি শক্ত করলেও সমাজমাধ্যমে প্রায়ই তাকে নানা কর্মকাণ্ডের জন্য সমালোচনার শিকার হতে হয়। আর এবার ভাইরাল হয়েছে অনন্যার মেকআপের ভিডিও। ভিডিওর পোস্টে অনন্যা লিখেছেন, ‘কখনও কখনও আমি নিজেই নিজের মেকআপ ভালোভাবে করতে পারি।’ ভিডিওতে তাকে লিপস্টিক এবং মাশকারা দিয়ে হালকা মেকআপ করতে দেখা যায়।

কাজের সূত্রে অভিনেত্রী ২০১৯ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে পা রাখেন। তাকে শেষ দেখা গেছে ‘কল মি বে’ এবং ‘সিটিআরএল’- এ। যে দুটিই ছিল তার ওটিটি রিলিজ ছিল। কল মি বে অনন্যার প্রথম ওয়েব সিরিজ। তা ছাড়া পতি পত্নী অউর ওহ, লাইগার, গেহরাইয়াঁ, খো গায়ে হাম কাহাঁর মতো ছবিতে অভিনয় করেছেন। আগামীতে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে দেখা যাবে তাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা