প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১০:১৪ এএম
৩০ জানুয়ারি থেকে দেখা যাচ্ছে নেটফ্লিক্সে দেখা যাবে পুষ্পা ২
৫ ডিসেম্বর মুক্তির পরই বক্স অফিসে ঝড় তোলে সুকুমারের সিনেমা ‘পুষ্পা ২’। এবার ঘোষণা এলো ছবিটি ওটিটিতে মুক্তির। খবর টাইমস অব ইন্ডিয়ার।
৫ ডিসেম্বর মুক্তির পর প্রথম সপ্তাহেই বক্স অফিসে ৭৭২ কোটি রুপি আয় করে পুষ্পা ২। এ পর্যন্ত প্রেক্ষাগৃহ থেকে ১ হাজার ৭০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। নতুন খবর, বহুলপ্রতীক্ষিত এ সিনেমা আসছে ওটিটিতে। ৩০ জানুয়ারি থেকে পুষ্পা ২ দেখা যাবে নেটফ্লিক্সে। তবে শুরুতে ছবিটির হিন্দি সংস্করণ মুক্তি পাবে। আজ থেকে ছবিটি কেবল তেলুগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় দেখা যাবে। মুক্তির প্রায় দেড় মাস পর প্রেক্ষাগৃহে আসে পুষ্পা ২–এর বর্ধিত সংস্করণ। এতে ২০ মিনিটের বাড়তি ফুটেজ যোগ করা হয়। তবে ওটিটিতে কোন সংস্করণ মুক্তি পাবে, জানা যায়নি।
পুষ্পার প্রথম কিস্তিতে দেখানো হয়েছিল পুষ্পার উত্থান, এবার দেখানো হয়েছে তার দাপট। যথারীতি পুষ্পা চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। এ ছাড়া দেখা গেছে রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলকে।