× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ০৯:৫৬ এএম

চিত্রনায়িকা পরীমনি। প্রবা কোলাজ

চিত্রনায়িকা পরীমনি। প্রবা কোলাজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই তিনি থাকেন আলোচনার কেন্দ্রে। কখনও প্রেম-বিয়ে, আবার কখনও মাদককাণ্ডের মতো বিতর্কিত কাজেও সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি মামলা ও প্রেম নিয়ে আবারও নেটিজেনদের আলোচনায় তিনি। সোমবার (২৭ জানুয়ারি) মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পান পরীমনি। আদালতের জামিন আদেশের পর তার জামিননামা লেখা হয়। সে জামিননামায় স্বাক্ষর করা দুজন জামিনদার হলেন অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। আদালতে শুরু থেকেই পরীর পাশে ছিলেন সাদী। এতেই সমাজমাধ্যমে খবর রটে, পরীমনির সঙ্গে প্রেম করছেন এ তরুণ গায়ক।

সব মিলিয়ে বেশ কঠিন সময় পার করছেন ‘স্বপ্নজাল’ খ্যাত এ চিত্রনায়িকা। বৃহস্পতিবার নায়িকার ফেসবুক পোস্ট সেই ইঙ্গিত দেয়। পরীমনি লিখেছেন, ‘আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেক প্রশ্ন করতে ইচ্ছে করল আমার। নিজের সঙ্গে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।’

নিজেকে করা প্রশ্নগুলো তুলে ধরে তিনি লেখেনÑ

১। পরী, আপনি কর্মজীবনে কী এমন কাজ করেছেন বলে মনে করেন যার জন্য সাধারণ জনগণের আপনাকে নিয়ে এত মাতামাতি? বা পাশাপাশি গণমাধ্যমে আপনাকে নিয়ে এত সম্প্রচার কেন হয় বলে মনে করেন?

২। আপনার কাজের থেকে লোকে আপনার ব‍্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে?

৩। আপনার আগের জেনারেশনের থেকেও যদি আরও একটু আগে চলে যাই, যেমনÑ শাবানা, ববিতা, কবরী, রোজিনাদের আমলে কি তারা তাদের কাজ নিয়ে যতটা ফোকাসে থাকতেন ততটা কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ফোকাসে থাকতেন?

যোগ করে তিনি আরও লেখেন, ‘নিজেকে থামিয়ে দিলাম এ রকম হাজারও প্রশ্নের থেকে। কারণ, জীবনে কখনও কখনও নিজের কর্ম অবস্থানের থেকে খুব বেশি জরুরি হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লার ওয়াস্তে।’

নায়িকা বলেন, ‘বিশ্বাস করেন এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল ক্যারিয়ারের থেকেও জরুরি আমার সুস্থ জীবনযাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা/একমাত্র অভিভাবক হয়ে আমি তার সর্বোচ্চটা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!

গত তিন/চারটা মাস আমার জীবনের সব থেকে কঠিন সময় পার করেছি আমি। কেন/কী জন্যে সেটার ডেসক্রিপশনটা দেওয়ার প্রয়োজন নেই বলে ধরে নিচ্ছি।’

মানুষের কাছে প্রার্থনা জানিয়ে নায়িকা বলেন, ‘আমি নায়িকা, আমি মেয়ে, সবকিছু ছাড়িয়ে আমি মানুষ। আমি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছিÑহে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার ওপর এবার একটু রহম কর। আগে আমি সুন্দর করে একটু বাঁচি তারপর এমন হাজারও প্রশ্নের উত্তর দেব।’

এদিকে বিষয়গুলো নিয়ে শেখ সাদী নিজের অবস্থান ইতোমধ্যে পরিষ্কার করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, পরীমনির সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। তবে দুজনের পারিবারিক সম্পর্ক রয়েছে।

বিষয়টি নিয়ে তবু জল ঘোলা হচ্ছে। এমনকি সম্প্রতি আদালতে পরীমনির একটি মামলায় জামিনদার হওয়ার পর থেকে তরুণ এ গায়ক নতুনভাবে আলোচনায় রয়েছেন। বুধবার বিকালে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া ভিডিও বার্তায় শেখ সাদী বলেছেন, ‘আমার যত সাংবাদিক ভাই-বোন আছেন, অনুরোধ করছি আপনারা মনগড়া নিউজ বানাবেন না।’

শেখ সাদী তার এ ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চান না। তিনি বললেন, ‘ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। সুতরাং এটা 

নিয়ে জোর করে ইস্যু ক্রিয়েট করবেন না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা