× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইভেন্ট বক্স আয়োজিত ‘দ্য পাঞ্চলাইন প্রোস’ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৮:১৪ পিএম

ইভেন্ট বক্স আয়োজিত ‘দ্য পাঞ্চলাইন প্রোস’ অনুষ্ঠিত

বিনোদন জগতে অন্যধারার জনপ্রিয় একটি সংযোজন হলো ‘স্ট্যান্ড-আপ কমেডি’। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হয় দ্য পাঞ্চলাইন প্রোস। 

এই ইভেন্টের প্রধান আকর্ষণ ছিলেন হালের জনপ্রিয় কমেডিয়ান আমিন হান্নান। দর্শক মাতিয়েছেন, হাসিয়েছেন আর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাউজফুল ইভেন্টের ছবি শেয়ার করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। তার সাথে ছিলেন তারই সহকর্মী এবং প্রতিভাবান কমেডিয়ান অনিক দে অন্তু। 

কমেডি ছাড়াও ইভেন্টে ছিল “আনপ্লাগড মিউজিক সেশান” যেখানে গানে দর্শক মাতিয়েছেন মারুফ মেহ্‌দী, হাসানুল বান্না প্রান্ত এবং আমিরুল ইসলাম। এছাড়াও ইভেন্টে যোগ দিয়েছিলেন এসময়কার তরুন ইনফ্লুয়েন্সার তাবাসসুম ছোঁয়া, মাহিয়া রহমান মিশরি, রুবাইয়া জান্নাত অরিত্রি, মল্লিকা চৌধুরি এবং আবিদ হাসান প্রতীক।  

ইভেন্টটির আয়োজক “ইভেন্ট বক্স” এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন, দ্য পাঞ্চলাইন প্রোস আমাদের স্ট্যান্ড-আপ কমেডি সিরিজ কমেডি বক্স এর প্রথম এপিসোড ছিল। শীঘ্রই আসতে যাচ্ছে এপিসোড টু যেহেতু এটা একটা সিরিজের অংশ। টিকেটের কথা এখন থেকেই অনেকে জিজ্ঞেস করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা