× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ জয়ার বাগানবিলাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১০:০১ এএম

‘বাগানবিলাস’ মিউজিক্যাল ফিল্মের পোস্টার

‘বাগানবিলাস’ মিউজিক্যাল ফিল্মের পোস্টার

দুই সংগীতশিল্পী এলিটা করিম ও প্রীতম হাসানকে সঙ্গে নিয়ে পর্দায় আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত সপ্তাহেই জানা গেছে, তারা তিনজন মিলে ‘বাগানবিলাস’ নামের একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করছেন। এবার জানা গেল, মিউজিক্যাল ফিল্মটির মুক্তির খবর। আজ রাত ৯টায় এই ওয়েব ফিল্মটি ওটিটিতে মুক্তি পাবে। তবে কোন প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাবে।

নিজের ফেসবুক পেজে জয়া আহসান ফিল্মটির পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে ৩০ সেকেন্ডের টিজারও শেয়ার করেছেন তিনি। এর আগে সিনেমাটি নিয়ে জয়া বলেছিলেন, ‘আমরা ভিন্ন জগতের বাসিন্দা। আমাদের তিনজনের প্রথম একসঙ্গে কাজ, দারুণ অনুভূতি। শুটিং করেছি, আড্ডা দিয়েছি। তারা গানের মানুষ। প্রীতম তো নিয়মিত অভিনয়ও করে। আমাদের যে ধরনের গল্পে অভিনয় করতে হয়েছে, তার মধ্যে সময়ের দারুণ উপস্থাপন খুঁজে পাবে দর্শক।’

সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাদিয়া ইসলাম। তিনি রোজা নামেই পরিচিত। তিনি জানান, দেশের দর্শকদের জন্য দারুণ একটি মিউজিক্যাল নিয়ে আসছেন। তিনি বলেন, ‘সামাজিক একটা সংকট এতে রয়েছে। এটাকে একাকিত্বের গল্প বলা যায়। যে গল্পটি আমাদের চারপাশের। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে প্রয়োজন, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি।’

সম্প্রতি জয়াকে দেখা গেছে নুহাশ হ‍ুমায়ূন পরিচালিত সিরিজ ‘দ্বিতীষ’তে। এই সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’য় ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়ে চমকে দিয়েছিলেন তিনি। অন্যদিকে গানের পাশাপাশি প্রীতম হাসান নিয়মিত অভিনয়ও করেন।

আগামী মাসে ভালোবাসা দিবস উপলক্ষে তার নতুন প্রকল্প মুক্তি পাবে। এলিটা করিম আলোচিত তার গান দিয়ে। গত মাসেই প্রকাশিত হয়েছে তার তৃতীয় একক অ্যালবাম, ‘চিনি দেড় চামচ’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা