× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সেরার পুরস্কার পেলেন যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১০:৪৭ এএম

প্রবা কোলাজ

প্রবা কোলাজ

পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরের। ১১ জানুয়ারি শুরু হয় দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এ চলচ্চিত্র উৎসব। রবিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য নিয়ে শেষ হলো এবারের আসর। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে এ পর্বে বাংলাদেশের চলচ্চিত্র ক্ষেত্রে এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য একাধিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানানো হয়। উৎসবের জন্য স্থায়ী ভেন্যু, নির্দিষ্ট বাজেট এবং বছরব্যাপী এমন কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতিও দেন সংস্কৃতি উপদেষ্টা। অনুষ্ঠানের শেষ দিকে ঘোষণা করা হয় এবারের পুরস্কারজয়ী চলচ্চিত্রের নাম। দেখে নেওয়া যাক কোন সিনেমাগুলো পেল কোন পুরস্কারÑ

‘পদাতিক’ সিনেমার পোস্টারে চঞ্চল চৌধুরী

এবারের উৎসবে চিলড্রেন ফিল্ম সেকশনের বাদল রহমান অ্যাওয়ার্ড পেয়েছে মিখাইল লুকাসেভিস্কি পরিচালিত রাশিয়ান সিনেমা ‘হয়্যার দ্য হোয়াইট ক্রেন্স ড্যান্স’। স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে জসেলিতো আলটারেজোস নির্মিত ফিলিপাইনসের সিনেমা ‘দ্য গার্ডিয়ান অব অনার’। সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয় সিনেমা ‘পদাতিক’ পেয়েছে বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড।

উইম্যান ফিল্মমেকার সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে ক্লাভদিয়া করশুনোভা পরিচালিত ‘মলডোভা’ এবং রাশিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘নট জাস্ট অ্যানি ডে’। একই সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে মারিয়া ববেভা নির্মিত বুলগেরিয়ার সিনেমা ‘স্কারলেট’। বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ডপ্রাপ্ত সিনেমা ফ্রান্সের সারাহ মাল্লেগোলের ‘কুম্ভা’। বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে আর্জেন্টিনা ও জার্মানির যৌথ প্রযোজিত ‘আওয়ার ওউন স্যাডো’, পরিচালনা করেছেন অগাস্টিনা জেভিয়ের।

‘প্রিয় মালতী’র পোস্টারে মেহজাবীন চৌধুরী

স্পিরিচুয়াল ফিল্ম সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পেয়েছে লুইস কমপোজ পরিচালিত পর্তুগিজ সিনেমা ‘মনটে ক্লেরিগো’। এ বিভাগের স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে অভিলাষ শর্মা নির্মিত ভারতীয় সিনেমা ‘ইন দ্য নেম অব ফায়ার’ এবং বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে ইভান সসনিন পরিচালিত রাশিয়ান সিনেমা ‘দ্য এলিয়েন’।

বাংলাদেশ প্যানারোমার ট্যালেন্ট সেকশনে পুরস্কার পেয়েছে তিন সিনেমা। সেকেন্ড রানারআপ মোবারক হোসাইনের ‘পৈতৃকভিটা’, ফার্স্ট রানারআপ আসিফ হামিদ পরিচালিত ‘ফুলেরা পোশাক পরে না’ এবং ফিফ্রেসি জুরি প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে মনন মুনতাকা নির্মিত ‘আ লেজি নুন’ এবং বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড পেয়েছে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’।

জাপানি সিনেমা ‘পারফর্মিং কাউরুস ফিউনারেল’-এর জন্য এশিয়ান ফিল্ম কমপিটিশন সেকশনের বেস্ট স্ক্রিপ্টরাইটার অ্যাওয়ার্ড পেয়েছেন তাকাতো নিশি ও নরিকো ইউয়াসা। এ শাখায় বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড পেয়েছেন সিনেমাটোগ্রাফার দিলসাত ক্যানান। টার্কিশ সিনেমা ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়োলো’-এর জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।

‘মেলোডি’ সিনেমার পোস্টার

বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন দিমান জানদি তার অভিনীত ইরান এবং তাজাকিস্তানের যৌথ প্রযোজনার সিনেমা ‘মেলোডি’র জন্য। বেস্ট অ্যাকটর অ্যাওয়ার্ডটি জিতে নেন রাইয়ান সার্লেক, তার ইরানি সিনেমা ‘সামার টাইম’-এর জন্য। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাহমুদ কালারি। এমনকি ছবিটির জন্য বেস্ট ডিরেক্টর হিসেবে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডও পান মাহমুদ কালারি। এ ছাড়া চীনা চলচ্চিত্র পরিচালক হাউফেং জু ও জুনফেং জু বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের সিনেমা ‘১০০ ইয়ার্ডস’-এর জন্য। এশিয়ান ফিল্ম কমপিটিশন সেকশনের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নিয়েছে শকির খলিকোভ পরিচালিত উজবেকিস্তানি সিনেমা ‘সানডে’।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে ১১ জানুয়ারি শুরু হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বছর উৎসবে দেখানো হয় ৭৫ দেশের ২০৩টি চলচ্চিত্র। রাজধানীর ছয়টি ভেন্যুতে নয় দিনব্যাপী আয়োজিত এ উৎসবে অংশ নেন ৪৪ জন বিদেশি প্রতিনিধি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা