× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ছবিতে দেখা মিলল বিধ্বংসী নিরবের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১০:০৭ এএম

এমন বিধ্বংসী লুকেই ‘গোলাপ’ ছবিতে দেখা মিলবে নায়ক নিরবের

এমন বিধ্বংসী লুকেই ‘গোলাপ’ ছবিতে দেখা মিলবে নায়ক নিরবের

বন্দুক হাতে রক্তাক্ত নিরব। গলায় রক্তের দাগ লেগে আছে। মনে ক্ষোভ আর চোখে মুখে রাগের ছাপ! নতুন সিনেমার পোস্টারে এমন বিধ্বংসী লুকেই ধরা দিলেন ঢালিউডের চিত্রনায়ক নিরব হোসেন। রবিবার দিনের শুরুতেই ফেসবুকে এমন বিধ্বংস পোস্টার শেয়ার করে বছরের শুরুতে সুখবর দিলেন নিরব। জানালেন নতুন সিনেমার কথা। নিরবের নতুন সিনেমার নাম ‘গোলাপ’। এতে নামভূমিকায় পাওয়া যাবে নিরবকে। প্রকাশিত পোস্টারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি সংলাপও। বলা হয়েছে, ‘লোকে কী ভাবে সেটা মুখ্য না, গোলাপ যেটা বলবে সেটাই চেতনা!’

সাসপেন্স থ্রিলার এবং অ্যাকশন ঘরানার এ সিনেমাটির গল্প, সংলাপ, চিত্রনাট্য করেছেন অনীক বিশ্বাস। পরিচালনা করছেন সামছুল হুদা। সিনেমার ঘোষণা এলেও এতে নায়িকা কে হচ্ছেন, তা এখনই বলতে নারাজ পরিচালক।

সাধারণত ঢালিউড স্টাররা নিজেদের ছবির প্রচারের ক্ষেত্রে দিনের শেষভাগে অথবা রাতকে বেছে নেন। কিন্তু নিরব কেন ব্যতিক্রম। জানতে চাইলে নিরব বলেন, ‘কর্মজীবী মানুষের জীবন শুরুই হয় সকালবেলা। যারা সকাল সকাল নিজেদের জীবিকার তাগিদে বাসা থেকে বেরিয়ে যান সেসব কর্মজীবী মানুষের কথা চিন্তা করেই সকাল ৯টার দিকে ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করা। কর্মজীবী মানুষের সঙ্গেই শুরু হোক আমাদের এ সিনেমার জার্নি।’

তিনি আরও বলেন, ‘সিনেমাটির গল্প একটু ভিন্ন আবার মনে হবে খুব চেনা। আপাতত এটুকুই বলতে পারব। বেশ অনেক দিন ধরে এটি নিয়ে কথা হচ্ছিল। এর গল্প এবং পরিচালকের পরিকল্পনা শুনে মনে হয়েছে, এটা করা উচিত। এটা তার প্রথম সিনেমা। কিছুটা প্রস্তুতিরও বিষয় ছিল। এখানে আমার যে চরিত্র, সেটার যেন জাস্টিস হয় সেই চেষ্টাই করছি।’

অন্যদিকে প্রথমবার সিনেমা নির্মাণ করতে আসছেন সামছুল হুদা। নিজের নতুন ছবি সম্পর্কে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এখনই সিনেমার সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। আর শিল্পী নির্বাচনে চমক রাখার চেষ্টা করছি। শিগগিরই সব জানানো হবে।’

জানা গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি গোলাপের শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে হবে এর চিত্রায়ণ। আর আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা