× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্বৃত্তদের হামলার শিকার সাইফ আলী খান, হাসপাতালে ভর্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১১:৪০ এএম

বলিউড অভিনেতা সাইফ আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে বান্দ্রার নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি আহত হন। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে বিভিন্ন সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, ঘটনার সময় সাইফ আলী খানের পরিবার ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত তাঁদের বাসায় প্রবেশ করে। গৃহকর্মীদের হুমকি দেওয়ার পর, সাইফ সেখানে উপস্থিত হলে তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি জানিয়েছেন, সাইফের শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি গভীর। একটি আঘাত তাঁর মেরুদণ্ডের কাছে। নিউরোসার্জন নীতীন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অবেদনবিদ নিশা গান্ধীর তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার চলছে।

সাইফের স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারি নিরাপদ আছেন বলে জানা গেছে। মুম্বাই পুলিশ জানায়, এই হামলা চুরির উদ্দেশ্যে না অন্য কোনো কারণে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

সাইফ আলী খানের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা