প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১০:৫৬ এএম
কৌশানী মুখোপাধ্যায়
২০১২ সালে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘হেমলক সোসাইটি’। সেখানে মূল ভূমিকায় অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক। ছবিটি সে সময় দারুণ হিট হয়েছিল। শুধু ভারতে নয়, বাংলাদেশের দর্শকের হৃদয়ও ছুঁয়ে গিয়েছিল। ছবির গানগুলোও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। গানগুলোর মধ্যে অনুপম রায়ের ‘এখন অনেক রাত’, রূপঙ্কর বাগচী এবং লোপামুদ্রা মিত্রর ‘আমার মতে’ এবং রূপম ইসলামের ‘ফিরিয়ে দেওয়ার গান’ ফিরেছে মানুষের মুখে মুখে। আগেই জানা গিয়েছিল হেমলক সোসাইটির সিক্যুয়েল আনতে চলেছেন পরিচালক সৃজিত। এবারেও মূল চরিত্র আনন্দ করের চরিত্রায়ণ করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।
কদিন আগে পরিচালক সৃজিত জানিয়েছিলেন, সিক্যুয়েলের জন্য তিনি মনের মতো নায়িকা খুঁজে পাচ্ছেন না। কেননা আগের নায়িকা কোয়েল মল্লিক থাকছেন না সিক্যুয়েলে। কিছুদিন আগেই ছেলের মা হওয়ায় আপাতত তার কথা চিন্তা করছেন না পরিচালক। তবে নতুন খবর হলো, নায়িকা খুঁজে পেয়েছেন সৃজিত। পরমব্রতের নায়িকা হিসেবে সিক্যুয়েলটিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের নায়িকা কৌশানী মুখোপাধ্যায়কে।
হেমলক সোসাইটির সিক্যুয়েলের নাম কী থাকবে তা এখনও জানা যায়নি। তবে সমাজমাধ্যমে গুঞ্জন রয়েছে সিক্যুয়েলটির নাম হতে পারে ‘কিলবিল সোসাইটি’। হেমলক সোসাইটিতে আত্মহত্যা-জীবনসচেতনতা এবং ভালোবাসা হাত ধরাধরি করে এগিয়েছে। অস্তিত্বসংকটের পাশাপাশি জীবনে ফেরার ডাক দেয় সেই সিনেমা।
এখন সৃজিত ব্রাত্য বসুর নাটক অবলম্বনে যে সিনেমা করছেন, সেই ‘উইঙ্কল টুইঙ্কল’-এর কাজ শেষ করবেন। তারপর হেমলক সোসাইটি নিয়ে মাঠে নামবেন তিনি।