× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কড়া জবাব শাবনূরের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১০:২০ এএম

শাবনূর

শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বাস করছেন। সমাজমাধ্যমে নিয়মিত দেখা মেলে এ অভিনেত্রীর। সব সময়ই থাকেন ভক্তদের সংস্পর্শে। অন্যরা যেখানে অ্যাডমিন প্যানেল রাখেন, সেখানে শাবনূর নিজের সমাজমাধ্যম নিজেই পরিচালনা করেন।

বরাবরের মতোই সোমবার (১৩ জানুয়ারি) নিজের ফেসবুকে কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন শাবনূর। তার পর থেকেই একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে ছবিটি ঘিরে। নেটিজেনরা শাবনূরের ছবিটির সমালোচনা করতে থাকেন, এমনকি ছবিগুলো দিয়ে ট্রলেরও শিকার হন তিনি। অনেককে নানানরকম পোস্ট করেও অভিনেত্রীর দৃষ্টি আকর্ষণ করে সমালোচনা করতে দেখা গেছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাবনূর। রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন।

নিজের ক্ষোভ উগরে দিয়ে নেটিজেনদের উদ্দেশে শাবনূর লিখেছেন, ‘সবার উদ্দেশে কিছু কথা বলতে চাই, অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি, এবং কোনো অ্যাডমিনও নিয়োগ দিইনি। আমার যখন যেটা ভালো লাগে, নিজের ব‍্যক্তিগত পছন্দ বা বিশেষ কোনো আনন্দ-বেদনার বিষয় থাকলে তা সবার সঙ্গে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি। যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। এমনকি কেউ কেউ আমার ড্রেসআপ নিয়েও উদ্ভট প্রশ্ন তোলেন। অস্ট্রেলিয়ায় আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পরতেই অভ্যস্ত এবং এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর কে কী পরবে সেটা তো তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, তাই না!’

কারও পছন্দ না হলে তাকে অনুসরণ না করার পরামর্শ দিয়ে শাবনূর বলেন, ‘যদি আমার শেয়ারকৃত কোনো কিছু কারও ভালো না লাগে তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন। কিন্তু রিপিটেডলি আজেবাজে মন্তব্য যেন না করেন, তা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছি। আর একান্তই যদি আমার কার্যক্রম কারও পছন্দ না হয় তবে আমাকে ফলো না করলেই পারেন।’

অভিনেত্রী আরও লেখেন, ‘যারা আমার ওয়ালে এসে বিরূপ মন্তব্য করেন তারা আবার দেখি আমার নামে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে, পেজ চালিয়ে, আমার পোস্ট করা ছবি-ভিডিও নিয়ে আবার ব‍্যবসা করেন। আমাকে পুঁজি করে অনেকেই সমাজমাধ‍্যমে ভাইরাল হচ্ছেন, রমরমা ব‍্যবসা করছেন, তা করেন; কিন্তু আমার এখানে এসে ভণ্ডামি করছেন কেন? কেনই বা সংঘবদ্ধ হয়ে খারাপ মন্তব্য করে যাচ্ছেন? এদের আবার কেউ কেউ আমাকে আড়ালে চলে যেতে বলেন, হাহাহা। এই ডিজিটাল যুগে এসেও মানুষ এসব জ্ঞান দেয়! আমি আড়ালে চলে যাব না প্রকাশ্যে থাকব তা আমি বুঝব।’

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। একে একে এ জুটি সুপারহিট ছবি উপহার দিতে থাকে। সালমানের অকালমৃত্যুতে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়ার পর রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা