প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৩:২৭ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১৪:০৮ পিএম
ছবি: সংগৃহীত
ব্যাংককের একটি হাসপাতালে দেশের আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি নিজেই মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেন, সে আর নেই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারা জীবনের মত একা করে চলে গেছে।
দীর্ঘদিন ধরে শাহাদাৎ হোসাইন ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন।
তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি।
ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনও তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। বর্তমানে ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী তনি। সারা দেশে তার ১২টি শোরুম রয়েছে।