প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৩:৩৭ পিএম
ছবি : অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু আবারও শারীরিক অসুস্থতায় ভুগছেন। এ বার তাঁকে কাবু করেছে চিকুনগুনিয়া, যার ফলে তীব্র ব্যথায় নায়িকা এখন শয্যাশায়ী। প্রতিটি অস্থিসন্ধিতে প্রবল ব্যথার কারণে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
সমাজমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা ভাগ করে নিয়েছেন সামান্থা। জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন। ব্যথা কমাতে নিচ্ছেন ‘রেড লাইট থেরাপি’। একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই। সারা শরীরে খুবই ব্যথা।’
তবে শারীরিক দুর্বলতার মধ্যেও মানসিক ভাবে তিনি শক্ত রয়েছেন। সামান্থা বলেছেন, “শরীর থাকলে খারাপ হবেই। তা নিয়ে আমি চিন্তিত নই।” সাময়িক ভাবে শরীরচর্চা থেকে ছুটি পেয়ে খুশি হলেও তিনি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান।
প্রশংসকেরা প্রশ্ন করেছেন, নতুন বছরে তাঁকে কোন কোন রূপে দেখা যাবে। তাঁদের উদ্দেশে সামান্থা জানিয়েছেন, তাঁর সমাজমাধ্যমে চোখ রাখলে সব জানতে পারবেন।