× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিষেক হচ্ছে ৭ তারকা সন্তানের, কে কার সন্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১২:২৭ পিএম

অভিষেক হচ্ছে ৭ তারকা সন্তানের, কে কার সন্তান

বলিউডে নেপোটিজম বিতর্ক নতুন কিছু নয়। স্টার কিডদের সিনেমা মুক্তি পাওয়ার খবর সামনে এলেই এ বিতর্ক আরও জোরালো হয়। কারণ আউট সাইডারদের যতটা কষ্ট করে বলিউডে কাজ করতে হয় তেমনটা স্টার কিডদের করতে হয় না।

উল্টো তাদের জন্যে তৈরি থাকে বলিউড নামক স্বপ্ন জগতে পা রাখার ফুলেল রাস্তা। তবে যত বিতর্কই হোক, তারকাদের পুত্র-কন্যারা যে সিনেমায় যুক্ত হবেন, বলিউডে তা এখন সাভাবিক বিষয়। ২০২৫ সালেও বেশ কিছু তারকা সন্তানকে পর্দায় দেখা যাবে। হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক এমন সাত তারকা সন্তানের খবর।

আরিয়ান খান। গত বছরের নভেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটফ্লিক্স ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, আরিয়ান খানের পরিচালনায় বলিউডের রঙিন দুনিয়া উঠে আসবে প্ল্যাটফর্মটিতে। সিরিজটির পরিচালক শাহরুখ খান ও গৌরি খানের বড় সন্তান আরিয়ান খান।

ব্রাহিম আলী খান। অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে সাইফ আলী খানের পুত্রের। করণ জোহরের ‘শারজামিন’ ছবিতে দেখা যাবে তাঁকে। এর আগে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইব্রাহিম আলী খান। 

শানায়া কাপুর। সঞ্জয় কাপুর-মাহিপ কাপুরের মেয়ে শানায়া। তিনি জাহ্নবী ও খুশি কাপুরের চাচাতো বোন। ২০২২ সালে তাঁর প্রথম সিনেমার নাম ঘোষিত হয়। তবে নানা জটিলতায় আসেনি ছবিটি। পরে জানা যায়, ‘বেধড়ক’ নামে ছবিটি স্থগিত হয়েছে। চলতি বছর বিক্রান্ত ম্যাসির বিপরীতে ‘আঁখো কী গুস্তাখিয়াঁ’ ছবিতে দেখা যাবে তাঁকে।

রাশা থাডানি। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আজাদ’ সিনেমাটি। এ ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে রাভিনা ট্যান্ডনের কন্যার। 

আহান পান্ডে। চাঙ্কি পান্ডের ভাই চিক্কি ওরফে ব্যবসায়ী অলক শারদ পান্ডে ও ডিন পান্ডের ছেলে আহান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও মোহিত সুরি পরিচালিত প্রেমের গল্প দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অনন্যা পান্ডের চাচাতো ভাই আহান।

সিমার ভাটিয়া। এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অক্ষয় কুমারের ভাগনি সিমার ভাটিয়া। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর বিপরীতে জুটি বেঁধে হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যাবে সিমারকে। ‘ইক্কিস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হবে সিমারের। 

আমান দেবগন। তিনি অজয় দেবগনের ভাগনে, নীলমের ছেলে। রাশা থাডানির সঙ্গে অভিষেক কাপুরের ‘আজাদ’ ছবি দিয়ে অভিষেক হচ্ছে তাঁর। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা