× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিন্স মাহমুদের সুরে প্লেব্যাকে তাহসান ও আতিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১০:১৬ এএম

প্রবা কোলাজ

প্রবা কোলাজ

সিনেমার গানের প্লেব্যাক করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা। গানটির কথা ও সুর করেছেন অনেক কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। সংগীতায়োজনে সময়ের আরেক শীর্ষ শিল্পী ও সংগীতায়োজক ইমরান মাহমুদুল। এ চারজনের সমন্বয়ে ‘জনম জনম’ শিরোনামের গানটি তৈরি করা হয়েছে ‘জংলি’ সিনেমার জন্য। ঈদুল ফিতরে মুক্তি পাবে নির্মাতা এম রাহিমের জংলি ছবিটি। ছবিটিতে গানটির সঙ্গে ঠোঁট মেলাবেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী।

তবে সিনেমাটি আগামী ঈদে মুক্তি পেলেও আসছে ভালোবাসা দিবসেই গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিল্পী তাহসান খান। তিনি বলেন, ‘গানের ভুবনে যারা আমার ভীষণ প্রিয়, প্রিন্স মাহমুদ তাদের একজন। তার লেখা ও সুরের ধরন অনেকের চেয়ে আলাদা, যা সহজেই হৃদয় স্পর্শ করে। এর আগে বিভিন্ন অ্যালবামে তার কথা ও সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে। এবার সুযোগ হলো প্লেব্যাকের। আশা করছি, অ্যালবামের গানগুলো যেভাবে শ্রোতা-মনে অনুরণন তুলে যাচ্ছে, একইভাবে জংলি সিনেমার জনম জনম গানটিও অনেকের হৃদয় স্পর্শ করবে।’ 

শিল্পী আতিয়া আনিসা বলেন, ‘কিংবদন্তিতুল্য সুরকার প্রিন্স মাহমুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে; যার কালজয়ী গানগুলো শুনে শুনে বেড়ে ওঠা, সেই প্রিন্স মাহমুদের সুরে প্লেব্যাকে সুযোগ পাওয়ায় আমি গর্বিত। তার সুরে গাওয়ার পাশাপাশি অনেক কিছু শেখারও সুযোগ হয়েছে।’ 

এদিকে জনম জনম গানটি ছাড়াও জংলি সিনেমার আরও তিনটি গান তৈরি করছেন প্রিন্স মাহমুদ। এ নিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ সংগীত ক্যারিয়ারে এবারই প্রথম কোনো সিনেমায় সব গানের সুরকার হিসেবে আমাকে পাওয়া যাবে। যদিও জংলির আগে আরেকটি সিনেমার সব গান তৈরি করে দেওয়ার দায়িত্ব নিয়েছি, তবে সে সিনেমা মুক্তি পেতে আরও দেরি হবে। সে হিসেবে জংলি হতে পারে প্রথম সিনেমা, যার সব গানের সুর নিজের। এ সিনেমায় যারা প্লেব্যাক করেছেন, তারা সবাই নিজের সেরা গায়কি তুলে ধরার চেষ্টা করেছেন। সুরকার হিসেবে আমিও আমার জায়গায় ভালো করার সর্বোচ্চ চেষ্টা করেছি। ফলে দারুণ কিছু গান হয়েছে। আমার বিশ্বাস, ঈদে মুক্তি পেতে যাওয়া জংলির গানগুলো শ্রোতামনে ছাপ ফেলবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা