লস অ্যাঞ্জেলেসে দাবানল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১০:০৫ এএম
জেনিফার লোপেজ ও ডুয়া লিপা। প্রবা কোলাজ
লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়েছে অনেক তারকার বাড়ি। দাবানল থেকে বাঁচতে বাড়ি ছেড়ে গেছেন অনেক তারকা। দাবানলে বাড়ি পুড়ে গেছে হলিউডের ৩৩ তারকার। বাতিল করা হয়েছে হলিউডের অনেক ছবির প্রিমিয়ার ও অন্যান্য অনুষ্ঠান। এবার নিজের সব ধরনের অনুষ্ঠান বাতিল করলেন মার্কিন সংগীতশিল্পী, গীতিকার, অভিনেত্রী জেনিফার লোপেজ। গত মাসেই মুক্তি পেয়েছে জেলোর সিনেমা ‘আনস্টপেবল’। ছবিটির প্রচারে চলতি ও আগামী সপ্তাহে বেশ কয়েকটি অনুষ্ঠানে লোপেজের হাজির হওয়ার কথা ছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। পিপল ডটকম জানিয়েছে, ছবির প্রচারের চেয়ে এখন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে চান লোপেজ।
পেছাচ্ছে গ্রামি অ্যাওয়ার্ড
এদিকে ৩ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে বসার কথা ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর। তবে মার্কিন গণমাধ্যম হলিউড রিপোর্টার জানিয়েছে, দাবানলের কারণে এ অনুষ্ঠান পেছাতে পারে। সংগীতের সবচেয়ে বড় এ পুরস্কার আসরে এ সময়ের গুরুত্বপূর্ণ শিল্পীদের উপস্থিত থাকার কথা। গ্র্যামি পেছানো নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বেশ কয়েকটি সূত্র দ্য হলিউড রিপোর্টারকে জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময়ে গ্র্যামি হওয়ার সম্ভাবনা খুবই কম।
বাড়ি ছেড়েছেন ডুয়া লিপাও
প্যাসিফিক প্যালিসেইডসে বহু তারকার বাড়িই পুড়ে ছারখার হয়ে গেছে। ঝুঁকি থাকায় নিজের বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে মার্কিন গায়িকা ডুয়া লিপাকেও। সমাজমাধ্যমে ভয়াবহ দাবানলের ভিডিও দিয়েছেন এ গায়িকা। সেখানে দেখা যাচ্ছে, ধূসর ধোঁয়ায় ঢেকে গেছে লস অ্যাঞ্জেলেসের আকাশ। গায়িকা লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সত্যিই বিধ্বংসী ও ভয়ংকর। এ দাবানলের জন্য যাদের নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হলো, তাদের কথা ভাবছি।’
২০২০ সালে বেভারলি হিলসে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন ডুয়া। না পুড়লেও দাবানলের আঁচ ঠিকই তার বাড়িতেও পড়েছিল। তবে কঠিন এ বিপর্যয়ে মানুষকে সাহায্য করার জন্য বলেছেন ডুয়া। লিখেছেন, ‘যারা অর্থ প্রদান করতে চান বা ঘরহারাদের আশ্রয় দিতে চান, তাদের জন্য কয়েকটি লিঙ্ক আমি ভাগ করে নিচ্ছি।’
আতঙ্কিত প্রীতি জিনতা
দাবানলের কারণে অগণিত মানুষের মতো আতঙ্কে আছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাও। কারণ বিয়ের পর থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেই বসবাস করছেন এ অভিনেত্রী। বেশ কয়েক ধরে স্বামী ও সন্তানদের নিয়ে সেখানকার একটি বাংলোয় সংসার করছিলেন প্রীতি। কিন্তু বিধ্বংসী দাবানল এবার ছারখার করে দিল সেই স্বপ্নের নিবাস। তবে বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও প্রীতি ও তার পরিবারের সদস্যরা এখন সুরক্ষিত।
নিজের এক্স (টুইটার) হ্যান্ডলে সেই খবর দিয়েছেন প্রীতি জিনতা। সে খবর জানানোর পাশাপাশি নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানান এ অভিনেত্রী। লিখেছেন, ‘এ রকম একটা দিন দেখার জন্য বেঁচে থাকতে হবে জীবনেও ভাবিনি। দাবানলের গ্রাসে আমাদের লস অ্যাঞ্জেলেসের পাড়াপড়শি, বন্ধুবান্ধব, পরিজনরা ঘরহারা ও সর্বস্বান্ত হয়ে পড়েছেন। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আকাশ ধোঁয়াচ্ছন্ন, সর্বত্র ছাই। তুষারপাতের মতো আকাশ-বাতাসে ছাই ভেসে বেড়াচ্ছে। এ রকম পরিস্থিতি চলতে থাকলে বাচ্চা এবং বয়স্কদের জন্য সমস্যা আরও বাড়বে। চারপাশের এ ধ্বংসলীলা দেখে আমি ভেঙে পড়েছি। তবে ঈশ্বরকে ধন্যবাদ, আমরা যে এখনও সুরক্ষিত। এ অগ্নিকাণ্ডে বাস্তুচ্যুত এবং সর্বস্ব হারানো মানুষের জন্য প্রার্থনা করছি প্রতিটি মুহূর্তে। আশা করি, শিগগিরই হাওয়ার দাপট কমে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসবে। দমকল বিভাগ, অগ্নিনির্বাপক কর্মী এবং যারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন।’
প্রসঙ্গত, দাবানলের গ্রাস থেকে মুক্তি পায়নি প্যারিস হিলটন, জেমি লি কার্টিস, অ্যান্থনি হপকিনস, ম্যান্ডি মুরেদের মতো হলিউড তারকাদের বাড়িঘর। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা বাড়ির ছবি শেয়ার করে একাধিক তারকা সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন।