প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৪:৩৮ পিএম
সম্প্রতি ইমরানের সুর-সংগীতে একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন বাবু।
জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি দারুণ গান করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অন্যদিকে দেশের শীর্ষ শিল্পীদের মধ্যে অন্যতম ইমরান মাহমুদুল। পেশাদার কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। এবার প্রথমবারের মতো জুটি বাঁধছেন ইমরান-বাবু। সম্প্রতি ইমরানের সুর-সংগীতে একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন বাবু। গীতালি হাসানের ‘আজিরন’ নামের চলচ্চিত্রের জন্য গানটি লিখেছেন রাশেদ রেহমান।
গানটি নিয়ে ইমরান বলেন, ‘সিনেমার গান অনেক করেছি। তবে এবারই প্রথম ফজলুর রহমান বাবু ভাইয়ের জন্য গান করলাম। বাউল ঘরানার গানটি দারুণ গেয়েছেন তিনি। আমি আগে থেকেই তার দরাজ কণ্ঠের ভক্ত। গানটি করতে পেরে ভালো লাগছে। আশা করছি শ্রোতা-দর্শকদেরও গানটি ভালো লাগবে। শুধু এই গানটি নয়, এই সিনেমার সবকটি গানই আমি করব।’
সম্প্রতি মৌ-টিভির প্রযোজনায় প্রকাশ হয়েছে বাবুর কণ্ঠে ‘লক্ষ্মীসোনা’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন সজিব অধিকারী, সুর করেছেন প্লাবন কোরেশী ও সংগীত পরিচালনায় মিজানুর রহমান বাদশা। গানটিতে বাবুর সঙ্গে কোরাসপার্টে গেয়েছেন কণ্ঠশিল্পী এসএম সোহেল ও ইতি।