× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৩:২৬ পিএম

সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান

সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান

ফারজানা ওয়াহিদ সায়ান। প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত সংগীতশিল্পী। পৃথিবীর যেকোনো প্রান্তে কোথাও অন্যায় দেখলে চুপ থাকতে পারেন না তিনি। প্রতিবাদ জানিয়ে লিখতে বসে পড়েন, তৈরি করেন গান। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেমন সরব তিনি, তেমনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গানে গানে করেছেন প্রতিবাদ। প্রায় আড়াই বছর আগে সায়ান লিখেছিলেনÑ ‘এটাই আমার রাজনীতি’ শিরোনামের গান।

সেসময় ঘরোয়াভাবে গিটার বাজিয়ে গেয়েছিলেন গানটি। সেই ভিডিও আপলোড করেছিলেন ফেসবুকে। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন ‘এটাই আমার রাজনীতি’। সায়ানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন শুভদীপ মজুমদার। লিরিক্যাল ভিডিও তৈরি করেছেন হাসান মাহমুদ সানি।

এটাই আমার রাজনীতি গানের কথায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এদেশে যেকোনো ইস্যুতে কথা বললেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, আপনি কোন দলের লোক? এমন অবস্থায় সাধারণ জনতার হয়ে কথা বলাটাই যেন নিষিদ্ধ। গানে গানে সে কথাই জানান দিলেন সায়ান। জানিয়ে দিলেন, কোনো দলের হয়ে নন, তিনি একা একাই হাঁটেন। এটাই তার রাজনৈতিক দর্শন।

গত বছরের ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসে ফেসবুকে গানটির স্টুডিও ভার্সনের ভিডিও প্রকাশ করেছিলেন সায়ান। ক্যাপশনে লেখেন, ‘শিল্পী হিসেবে কিংবা এই দেশের নাগরিক হিসেবে অথবা এই বিশ্বজগতের কোনো একটি প্রাণ হিসেবে, সব বিচারেই আমার একটা রাজনীতি আছে। সেটা হলো, ক্ষমতার থেকে দূরত্বে থাকা। আমি যেটুকু দেখেছি এইটুকু জীবনে, ক্ষমতার চরিত্রই হলো সে কেন্দ্রীভূত হয়ে ধীরে ধীরে অত্যাচারী হতে থাকে, সাধারণ মানুষের সেবক না হয়ে শোষক হতে শুরু করে। আজীবন ক্ষমতার নজরদারিত্বে থাকতে চাওয়াতেই আমার শিল্পীত্বের কিংবা নাগরিকত্বের সবচেয়ে সচ্ছল সজীব অবস্থান। তার থেকে বিচ্যুতি আমার নিজের হাতে নিজের অপচয়।’ আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে, গানটি। ইতোমধ্যেই ফেসবুক-ইউটিউবে গানটি সাড়া ফেলেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা