× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাগ্যক্রমে বেঁচে গেল অভিনেতা জেমসের বাড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১১:১৫ এএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১১:৪২ এএম

জেমস উডস। ছবি : সংগৃহীত

জেমস উডস। ছবি : সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের দাবানলে বহু জনপ্রিয় তারকার ঘরবাড়ি পুড়ে গেছে। ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, আনা ফারিস, বোজোমা সেইন্ট জন, জেফ ব্রিজ, বিলি ক্রিস্টাল, স্পেনসার প্র্যাট, হেইডি মন্টাগ, ক্যারি এলওয়েস, ডায়ান ওয়ারেন, ক্যামেরন ম্যাথিসন, রিকি লেক, জেনি আইকোর মতো তারকারা রয়েছেন এ তালিকায়। তবে ভাগ্যক্রমে অভিনেতা জেমস উডসের বাড়িটি বেঁচে গেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসে দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়লে শোনা গিয়েছিল, অন্য তারকাদের মতো জেমস উডসও তার বাড়ি হারিয়েছেন। তবে আগুন খানিকটা নিয়ন্ত্রণে এলে নিজের এলাকায় গিয়ে অবাক হন অভিনেতা। দেখেন বাড়িটা টিকে আছে!

সমাজমাধ্যম এক্স হ্যান্ডেলে বিস্ময় প্রকাশ করে অভিনেতা বলেন, ‘একটা অলৌকিক ঘটনা ঘটেছে। আমরা আমাদের ভূসম্পত্তি ও বাড়িতে যেতে পেরেছি, আমাদের বলা হয়েছিল যা চিরতরে শেষ, তা এখনও দাঁড়িয়ে আছে।’

অভিনেতা একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, রাস্তার একপাশে সব পুড়ে ছাই, অন্যপাশে কিছুই হয়নি! তিনি লিখেছেন, ‌‘যখন আমরা আমাদের বাড়িটি অক্ষত পেয়ে আনন্দ করি, তখন এমন নরক দৃশ্যের মাঝে, আপনি কেবল আপনার প্রতিবেশীর কথাই ভাবতে পারেন।’

জেমস মূলত বলতে চেয়েছেন যে, চারপাশের এ ধ্বংসস্তূপের মাঝে নিজের বাড়ি অক্ষত পাওয়ার উদ্‌যাপন করা কঠিন। আমি নিশ্চিত ছিলাম যে, আমাদের বাড়ি একদিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু ভাগ্যের লিখন অন্য সিদ্ধান্ত নিয়েছে।’

সূত্র : দ্য হলিউড রিপোর্টার

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা