× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্কার সবসময় ভারত বিরোধী : কঙ্গনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৬:৫২ পিএম

বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত

বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত

বলিউডের অন্যতম ঠোঁটকাটা তারকা কঙ্গনা রানাওয়াত রাজনীতির দুনিয়ায় পা দিয়েও নিজেকে বদলাননি। শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’। তবে এবার অস্কার কমিটিকে একহাত নিলেন তিনি। কঙ্গনার মতে, অস্কার দৌড়ে ভারতীয় যেসব ছবি স্থান পায়, সেখানে দেশের বস্তি ও দারিদ্রতার মতো গল্প দেখানো হয়, যা ভারত বিরোধী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘যেসব ছবিগুলি দেশের মান কমায়, সেগুলিই অ্যাকাডেমি পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।’ 'স্লামডগ মিলিয়নেয়ার' ছবির উদাহরণ টেনে তিনি বলেন, ‘এই ধরনের অখাদ্য ছবিই ভারতের মান নামিয়ে দেবে।’

কঙ্গনা আরও বলেন, ‘সাধারণত তারা ভারতের জন্য যে অ্যাজেন্ডা চাপায় তা খুবই আলাদা। আসলে যারা অস্কারের জন্য ছবি বাছাই করে, তারা দেশবিরোধী। এখন যে সব ছবি প্রশংসা কুড়াচ্ছে, আমি সেগুলি নিয়ে খুবই উত্তেজিত ছিলাম।’

নিজের ছবির প্রসঙ্গ টেনে কঙ্গনা বলেন, ‘ইমার্জেন্সি এমন কোনো ছবি নয়। পাশ্চাত্যের মানুষ এখন ভারতের বর্তমান অবস্থা দেখতে প্রস্তুত। এসব পুরস্কার নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না। আমি ভারতীয় পুরস্কার বা পাশ্চাত্যের পুরস্কার, কোনোটা নিয়েই মাথা ঘামাই না। এই চলচ্চিত্রটি খুব ভালোভাবে তৈরি করা হয়েছে এবং এটি একটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র। দেশভেদে রাজনীতি কীভাবে কাজ করে। আমরা জাতীয়তাবাদী হিসেবে, এই পুরস্কার অনুষ্ঠানগুলিকে বিশেষ পাত্তা দিই না’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা