প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৬:৩২ পিএম
সংগীতশিল্পী আসিফ আকবর
তিন দিন আগেই ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ হয়েছে আসিফ আকবরের নতুন গান ‘মন জানে’। ৭২ ঘণ্টা না যেতেই প্রকাশ পেল আসিফের আরেকটি নতুন গান। মঙ্গলবার স্প্লেনডিড অডিও নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তার নতুন গান ‘আয় ফিরে আয়’। তবে এবারের গানটি ছিল একটু ভিন্ন ধাঁচের। আসিফ আকবরও গানটিতে ধরা দিলেন নতুন রূপে। গানের ভিডিওতে দেখা গেল, পুরো ব্যান্ড সেটআপ নিয়ে গাইছেন তিনি। রক ও মেটালের ফিউশন পাওয়া যাচ্ছে মিউজিকে। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন রাজীব মোনা। ‘দুচোখ ঢেকেছে কুয়াশা, মন তবু বাঁধে আশা’ এমন কথায় গানটি লিখেছেন জয় চক্রবর্তী।
বর্তমানে যারা নিয়মিত কাজ করে যাচ্ছেন আসিফ তাদের অন্যতম। ধারাবাহিকভাবে গান গেয়েই যাচ্ছেন বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত এ শিল্পী। বছর শুরু হতেই দুই গান নিয়ে শ্রোতা-ভক্তদের সামনে আসতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছেন আসিফ। তিনি আরও জানিয়েছেন, গান আসতেই থাকবে।
বছরের শুরুতেই দুই গান নিয়ে জানতে চাইলে আসিফ বলেন, ‘জীবনের অনেক সময় পেরিয়ে গেছে। জীবনের এ প্রান্তে দাঁড়িয়ে শুধু কাজ করে যেতে চাই। আমি ভাগ্যবান, অনেকে বছরেও দুই গান দিতে পারে না, আমি সপ্তাহ ব্যবধানেই দুই গান নিয়ে হাজির হয়েছি। দুটি গানেই দর্শকের থেকে ভালো সাড়া পাচ্ছি।’
নতুন দুটি গান নিয়ে আসিফ আরও বলেন, ‘দুটি গানেই নতুনত্ব পাবেন দর্শক-শ্রোতা। গান দুটি প্রকাশিত হয়েছে ইংরেজি নতুন বছর উপলক্ষে। আয় ফিরে আয় গানটি ব্যান্ডের আমেজে করা। গানটির কম্পোজিশন করেছেন রাজীব। মন জানে গানটি করেছেন ইমরান মাহমুদুল। তার সঙ্গে আগেও একটি গান করেছি। ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। আশা করছি দুটি গানই শ্রোতাদের মন জয় করবে।’