× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্কারে সেরার দৌড়ে ‘পুতুল’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১০:৪২ এএম

‘পুতুল’ ছবির দৃশ্যে মুমতাজ সরকার ও ভেনেসা

‘পুতুল’ ছবির দৃশ্যে মুমতাজ সরকার ও ভেনেসা

প্রথম বাংলা ছবি হিসেবে অনন্য কৃতিত্ব অর্জন করেছে ইন্দিরা ধর মুখার্জির ভারতীয় বাংলা সিনেমা ‘পুতুল’। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারে সেরা ছবির দৌড়ে প্রতিযোগী হিসেবে সিলেক্ট হয়েছে। মোয়ানা টু, মুফাসা : দ্য লায়ন কিং-এর মতো আরও ৩৮টি ছবির সঙ্গে সেরা ছবির প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে পুতুল।

ডিসেম্বরে ভারতে মুক্তি পায় পুতুল। ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী শংকর, মুমতাজ সরকার, ভেনেসার মতো তারকারা। এ ছবিরই গান ‘ইতি মা’ গেয়ে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। যদিও প্রতিযোগিতা থেকে ছিটকে যায় গানটি। এবার পুতুলের এ সাফল্যে আশাবাদী পরিচালক।

প্রথমবার অস্কার-সেরা হওয়ার দৌড়ে বাংলা সিনেমাটি নিজে পরিচালনা করতে পেরে উচ্ছ্বসিত পরিচালক ইন্দিরা। তিনি বলেন, ‘আমি অ্যাকাডেমি এবং পুরো অস্কার কমিটির কাছে খুবই কৃতজ্ঞ এ ছবিটিকে পছন্দ করার জন্য, আমার কাজ পছন্দ করার জন্য। আমার পরিচালনা, লেখা পছন্দ করার জন্য। ছবিটি সেরা ছবি বিভাগে মনোনীত হয়েছে। অ্যাকাডেমির ওয়েবসাইটে এখন সেটা বেরিয়েও গেছে। এটাই সব থেকে বড় ভ্যালিডেশন।’

পরিচালক ইন্দিরা ধর মুখার্জি

পরিচালক আরও বলেন, ‘খুব ভুল না হলে প্রথমবার সেরা ছবি বিভাগে একটা বাংলা ছবি প্রতিযোগিতা করছে। ছবির সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। খুব কষ্ট করে ছবিটি বানিয়েছি। এটা আমার প্রথম ছবি। আর নতুন পরিচালক, প্রযোজক হিসেবে বাংলা ছবিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলাম, এটা আমার কাছে একটা বড় ব্যাপার। ছবি অনেক সময়ই বাইরে মুক্তি পায়, কিন্তু এ ছবি স্বীকৃতি পেল। অস্কার তো ছবির জগতে সর্বোচ্চ স্থানে রয়েছে, তাই খুব ভালো লাগছে।’

‘পুতুল’ ছাড়াও ভারত থেকে আরও ৬টি মুভি সেরা ছবি বিভাগে ঠাঁই পেয়েছে। সেগুলো হলোÑ 

কঙ্গুয়া

অস্কারের সেরা ছবি বিভাগে একটি বড় নাম হিসেবে উঠে এসেছে ‘কঙ্গুয়া’। সুরিয়া অভিনীত এই সিনেমাটি প্রাথমিকভাবে বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেলেও এটি অস্কারের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। 

আদুজীবিথম (দ্য গোয়াট লাইফ)

এই সিনেমাটি ২০২৪ সালের মালায়ালম ভাষার সারভাইভাল ড্রামা হিসেবে মুক্তি পায়। নাজিব নামক এক মালায়ালি অভিবাসী শ্রমিকের গল্প অবলম্বনে নির্মিত এটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বিরাজ সুকুমারন।

সন্তোষ

‘সন্তোষ’ একটি হিন্দি ক্রাইম ড্রামা যা ভারতের উত্তরাঞ্চলে গ্রামীণ অঞ্চলের গল্পে নির্মিত। এতে অভিনয় করেছেন শানানা গোস্বামী। 

স্বাতন্ত্র্য বীর সাভারকর

‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’ একটি হিন্দি বায়োগ্রাফিক্যাল সিনেমা যা স্বাধীনতা সংগ্রামী সাভারকরের জীবন নিয়ে নির্মিত। সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন রণদীপ হুদা। 

অল উই ইমেজ অ্যাজ লাইট

‘অল উই ইমেজ অ্যাজ লাইট’ ২০২৪ সালের মালায়ালম-হিন্দি সিনেমা। এটি ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেয়েছে। এটি ভারতের প্রথম সিনেমা যা কান উৎসবে প্রধান প্রতিযোগিতায় স্থান পেয়েছে এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।

গার্লস উইল বি গার্লস

‘গার্লস উইল বি গার্লস’ ২০২৪ সালে মুক্তি পাওয়া হিন্দি-ইংলিশ ভাষার সিনেমা। বোর্ডিং স্কুলের এক কিশোরী মিরার জীবন ও তার মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করে এই ছবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা