প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১১:২৬ এএম
রামচরণ
আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। সে ঘটনায় ভারতজুড়ে তুলকালামই ঘটে গিয়েছিল। ঘটনা কেন্দ্র করে এক রাত জেলেও থাকতে হয় সুপারস্টার আল্লু অর্জুনকে। এমনকি তার বাড়িতে আগুনও দেওয়া হয়েছিল। আল্লুর পর সিনেমার প্রিমিয়ার নিয়ে কাঠগড়ায় দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা রামচরণ।
জানা গেছে, রামচরণের আসন্ন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর প্রচার অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান দুই ভক্ত।
১০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, রামচরণের গেম চেঞ্জারের মুক্তি উপলক্ষে এক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্রভরমে। প্রচার অনুষ্ঠানটিতে অভিনেতাকে দেখতে ভিড় জমিয়েছিল অনেক ভক্ত। সে অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে দুই ভক্তের। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণও।
বিষয়টি নিয়ে কথা বলেছেন গেম চেঞ্জার সিনেমার প্রযোজক দিল রাজু। তিনি বলেন, ‘অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে মর্মান্তিকভাবে দুজন মারা গেছেন। এটি খুবই দুঃখজনক ঘটনা; যা এ বড় ইভেন্টের পরে ঘটেছে। আমরা মৃতদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং
তাদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ঘটনার পরই প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা দিয়েছি এবং আমরা তাদের পাশে থাকব।’ এ ছাড়া পবন কল্যাণও প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা করেছেন।