প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১১:০২ এএম
সংগীতশিল্পী তাহসান খান ও সিঁথি সাহা
গত শনিবার নিজের বিয়ের খবর দেন অভিনেতা-সংগীতশিল্পী তাহসান খান। পারিবারিকভাবে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। তারপর থেকেই সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে ছিল তাদের বিয়ের আলোচনা। সেই আলোচনা এখনও তুমুল। এক দিনের ব্যবধানেই আবার নতুন করে আলোচনায় এলেন তাহসান। এবার ভক্তদের আরও একটি সুখবর দিলেন জনপ্রিয় এই গায়ক। ‘একা ঘর আমার’ শিরোনামের একটি দ্বৈত গান নিয়ে আসছেন তাহসান। গানটিতে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়িকা সিঁথি সাহা।
গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। তাদের ব্যানারে আসা ‘একা ঘর আমার’ শিরোনামে গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন ও সুর বেঁধেছেন তাহসান। জানা গেছে, গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। এটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে তাহসানের পাশাপাশি দেখা যাবে সিঁথি সাহাকেও। অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি শিগগিরই প্রকাশিত হবে।