× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার তিনি গোয়েন্দা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১০:৫৮ এএম

মোশাররফ করিম

মোশাররফ করিম

তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন মোশাররফ করিম। মঞ্চ-ছোটপর্দা-বড়পর্দা মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে বৈচিত্র্যময় সব চরিত্র দিয়ে বরাবরই আলোচনায় থাকেন এ অভিনেতা। চোর-পুলিশ-ডাকাত-ভূত এমন কোনো চরিত্র নেই যাতে অভিনয় করেননি। সাম্প্রতিক সময়ে মোশাররফ করিমের সব থেকে আলোচিত চরিত্র হলো ‘ওসি হারুন’। আশফাক নিপুণের পরিচালনায় ‘মহানগর-১’ ও ‘মহানগর-২’ সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। মহানগরে ওসি হারুনের ডায়ালগগুলো এখনও ভক্ত-শ্রোতাদের মুখে মুখে। নতুন খবর আবারও পুলিশের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় এ অভিনেতা। তবে এবার আর ছোটপর্দায় নয়, চলতি বছরই বড়পর্দায় নতুন পুলিশের চরিত্রে ভিন্নভাবে দেখা যাবে বহুমাত্রিক এ অভিনেতাকে। অনুদানের ছবি ‘চক্কর ৩০২’-এ এবার পুলিশের তদন্ত কর্মকর্তা ‘মইনুল’ হয়ে আসছেন তিনি। থ্রিলার, রহস্যের গল্পটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। সম্প্র চক্কর ৩০২ সেন্সর সার্টিফিকেট সনদ পেয়েছে। পরিচালক জানিয়েছেন, কোনোরকম কাটছাঁট ছাড়াই সিনেমাটি ‘ইউ’ ক্যাটাগরিতে সনদ পেয়েছে। সব বয়সি দর্শকই দেখতে পারবেন সরকারি অনুদানের এ সিনেমাটি।

নির্মাতা শরাফ আহমেদ জীবনের এটি প্রথম সিনেমা। নিজের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত জীবন বলেন, ‘সিনেমার গল্পই শক্তিÑ আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। তাই আমরা সবকিছুর আগে গল্পকে প্রাধান্য দিয়েছি। দর্শককে ভিন্ন রকম থ্রিলারের স্বাদ দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম ঈদ উৎসবে সিনেমাটি নিয়ে আসার। ঈদে সাধারণত একাধিক সিনেমা মুক্তি পায়। সেখানে আমাদের সিনেমাটি উৎসবে ভিন্ন স্বাদের হওয়ায় দর্শক গ্রহণ করবেন, আমি আশাবাদী। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি।’

নতুন সিনেমা নিয়ে মোশাররফ করিম নিজেও খুব আশাবাদী। সম্প্রতি নিজের নতুন ছবি ও চরিত্র নিয়ে ফেসবুক পোস্টে মোশাররফ করিম বলেন, ‘কোনোরকম কাটাছেঁড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্যপূরণের পথে আরও একটি ধাপ এগিয়ে গেল আমাদের সিনেমা। সিনেমাটি নিয়ে আমরা আশায় আছি। সিনেমাটি নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই।’

পরিচালক জীবন জানিয়েছেন, ‘মূলত খুনের তদন্তের পাশাপাশি মানবিক একটি গল্প এতে উঠে এসেছে। সেই গল্প তদন্ত কর্মকর্তাকে ঘিরেই এগিয়েছে। এর আগে মোশাররফ করিম মহানগর ওয়েব সিরিজে ওসি হারুন চরিত্রে সাড়া ফেলেন। এবার তাকে দেখা যাবে মইনুল চরিত্রে।’

চক্কর ৩০২ সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকার অনুদান পান জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল ‘বিচারালয়’। পরে পরিবর্তন করে রাখা হয় চক্কর ৩০২।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা