× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজামৌলি-মহেশ বাবু প্যান ইন্ডিয়ান প্রজেক্ট

বাজেট ১০০০ কোটি রুপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১১:০২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের শীর্ষ সিনেমা নির্মাতা এসএস রাজামৌলি। অন্যদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা মহেশ বাবু। বেশ কিছুদিন আগে দুজন মিলে একটি প্যান ইন্ডিয়ান প্রজেক্টের ঘোষণা দিয়েছিলেন। এবার জানা গেল তাদের এই প্রজেক্টের বাজেটের অঙ্ক। দুজন মিলে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছবিটি উপহার দিতে চলেছেন। জানা গেছে, তাদের এই সিনেমার বাজেট ধরা হয়েছে এক হাজার কোটি রুপি (প্রায় ১৫০০ কোটি টাকা)।

দক্ষিণের দুই তারকা রাজামৌলি ও মহেশ বাবু আবার হাত মিলিয়ে আনতে চলেছেন বড় বাজেটের এ ছবি। এই ছবির নাম এখন চূড়ান্ত হয়নি, যদিও বিভিন্ন মাধ্যমে এসেছেÑ ছবিটির নাম হতে পারে ‘এসএসএমবি ২৯’। জঙ্গলে অ্যাডভেঞ্চার ঘিরে নির্মিত এই ছবি ঘিরে সিনেমাপ্রেমীরা এখন থেকেই রোমাঞ্চিত।

জানা গেছে, রাজামৌলি তার ‘বাহুবলী’ ছবির মতো এ ছবিকেও দুটি পর্বে আনতে চলেছেন। মহেশ বাবুর এই ছবির প্রথম পর্ব ২০২৭ সালে আর দ্বিতীয় পর্ব ২০২৯ সালে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবির গল্প লেখার কাজ প্রায় শেষ হয়ে গেছে। শোনা যাচ্ছে, চলতি বছর এপ্রিলেই রাজামৌলি এই ছবির শুটিং শুরু করবেন।

রাজামৌলির ছবি মানেই যেন বক্স অফিসে সুনামি। সাম্প্রতিক সময়ে তার চেয়ে বেশি হিট সিনেমা কেউ দিতে পারেননি। তাকে বলা হয়ে থাকে বক্স অফিসের ‘ডন’। সঙ্গে নিয়েছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুকে। যিনি অনেকগুলো হিন্দি ছবির ওপর রিজেক্ট করেছেন। তাই এই জুটির নতুন সিনেমা থেকে প্রত্যাশা প্রচুর। নির্মাতারা এখন থেকেই ধরে নিয়েছেন যে, এ ছবি থেকে তারা এক বড়সড় লাভের মুখ দেখতে চলেছেন। সিনেমাবোদ্ধারা মনে করেন, এই ছবি ভারতের সব রকম বক্স অফিস রেকর্ড ভেঙে দেবে।

জানা গেছে, রাজামৌলি ও মহেশ বাবু এই ছবির লাভের অংশে ভাগ বসাবেন বলে নির্মাতাদের সঙ্গে সমঝোতা করেছেন। নির্মাতাদের সঙ্গে তারা সমঝোতা করেছেন যে, লাভের ৪০ শতাংশ তারা নেবেন। ছবির বাজেট আপাতত এক হাজার কোটি রুপি। পরে বাজেট আরও বাড়তে পারে। ভারতীয় ছবির ইতিহাসে সবচেয়ে দামি ছবিগুলোর মধ্যে একটি হতে চলেছে এই ছবি। রাজামৌলির এই রহস্য রোমাঞ্চধর্মী ছবিতে মহেশ বাবু ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারনের অভিনয় করার কথা। তবে এই ছবির অভিনয়শিল্পীর তালিকা এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা