× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবার আগে নিলয়-হিমি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১০:৩১ এএম

নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত

নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত

গত বছর টিভিপর্দা ও ইউটিউব চ্যানেল ভিউয়ে অপ্রতিরোধ্য ছিলেন ‘নিলয়-হিমি জুটি’। ২০২৪ সালে সর্বোচ্চ ভিউ পাওয়া চারটি নাটকই ছিল এ জুটির। সেই ধারাবাহিকতা বজায় রেখেই নতুন বছর শুরু করেছেন তারা।

বছরের প্রথম দিনই (১ জানুয়ারি) নাটক মুক্তির মাধ্যমে তারা নতুন বছরের খাতা খুলে ফেলেছেন। ১ জানুয়ারি প্রথম নাটক হিসেবে মুক্তি পেয়েছে এ জুটির ‘পাগলের সুখ মনে মনে’। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি পাগলামি? নাকি সমাজের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ভিন্নভাবে ভাবা মানেই সাইকো হওয়া। এমনই এক ব্যতিক্রমী ভাবনার নাটক নির্মাণ করেছেন রিপন। নাটকের প্রধান চরিত্র নিলয়। তার চরিত্রটি সমাজের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে প্রকাশ করেছে। নিলয় বলেন, ‘এ গল্পে আমাকে এক প্রকার পাগল বলতে পারেন। কারণ আমি সবকিছুতে প্রতিবাদ করি। যেমন ধরুন কেউ গাছের পাতা ছিঁড়ুক বা রাস্তায় বসে থাকা কুকুরকে লাথি দিক, সবকিছুতেই আমি বাধা দিই। এ গল্পের মাধ্যমে আমরা এমন একটি বার্তা দিতে চাই, যা আমাদের সমাজের অনেক অসঙ্গতির চোখ খুলে দেবে।’

গল্পে নিলয়ের পাশাপাশি রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি, যার চরিত্রটি শান্তশিষ্ট ও সংবেদনশীল। হিমি বলেন, ‘গল্পের কেন্দ্রবিন্দু নিলয় হলেও আমার চরিত্রে আবেগের একটি গভীরতা রয়েছে যা দর্শকের মন ছুঁয়ে যাবে।’ নিলয়-হিমির সঙ্গে এ নাটকে আরও রয়েছেন তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহাসহ অনেকেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা