× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেক্ষাগৃহে উঠেছে আজ

‘মধ্যবিত্ত’ দিয়ে বছর শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১০:২৮ এএম

‘মধ্যবিত্ত’ সিনেমার দৃশ্যে শিশির সরদার ও এলিনা শাম্মি

‘মধ্যবিত্ত’ সিনেমার দৃশ্যে শিশির সরদার ও এলিনা শাম্মি

শুরু হয়েছে নতুন বছর। বছরজুড়ে মুক্তির তালিকায় অনেক ছবি থাকলেও আজ প্রেক্ষাগৃহে উঠছে তানভীর হাসানের ছবি ‘মধ্যবিত্ত’। এ ছবি দিয়েই নতুন বছর শুরু হবে দেশের সিনেমা হলগুলোর।

২০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল মধ্যবিত্ত। তবে কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে মুক্তি পিছিয়ে দেন পরিচালক তানভীর হাসান। পরে ঠিক করা নতুন বছরের প্রথম সপ্তাহে মধ্যবিত্ত মুক্তি দেওয়া হবে। নতুন বছরের প্রথম ছুটির দিনে (আজ শুক্রবার) মধ্যবিত্ত মুক্তি পাচ্ছে।

মধ্যবিত্ত শ্রেণির কিছু জীবনবৃত্তান্ত নির্মাণ হয়েছে মধ্যবিত্ত ছবিটি। এতে অভিনয় করেছেন এলিনা শাম্মি, ওমর মালিক, শিশির সরদার, সমু চৌধুরীসহ অনেকে। ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা মাসুম আজিজ (প্রয়াত)। মারা যাওয়ার কিছুদিন আগে শুটিং শেষ করেন তিনি।

ছবিটির মুক্তি নিয়ে পরিচালক তানভীর হাসান বলেন, ‘ছবিটি গত ডিসেম্বরে মুক্তি দেওয়ার কথা ছিল। পরে দেখলাম ডিসেম্বরে অনেক ছবি মুক্তি পেয়েছে। এমনকি একেক সপ্তাহে দু-তিনটি করেও ছবি মুক্তি পেয়েছে। এত ভিড়ের মধ্যে ছবিটি মুক্তি দিতে চাইনি। পরে প্রযোজক সমিতিতে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম, ৩ জানুয়ারি অন্য ছবি মুক্তি পাচ্ছে না। তাই তারিখটি চূড়ান্ত করলাম। বছরের প্রথম ছবি হিসেবে আলোচনায়ও থাকবে আবার দর্শকও দেখবে, এ আশা করছি।’

সিনেমাটির গল্পের ধারণা দিয়ে তানভীর হাসান আরও বলেন, ‘এটি শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। সমাজের মধ্যবিত্ত শ্রেণির নানান সংকট, আবেগ, ভালোবাসা কেন্দ্র করে তৈরি হয়েছে মধ্যবিত্ত। মধ্যবিত্ত শ্রেণির প্রতিটি মানুষ সিনেমার গল্পের সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।’

এ সিনেমা দিয়ে ঢালিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেনে শিশির সরদার। নিজের প্রথম ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘সিনেমাটি হলো প্রতিটি মানুষের জীবনের গল্প। আমার বিশ্বাস, এ গল্প বেঁচে থাকবে প্রতিটি মধ্যবিত্তের অন্তরে। আপনারা হলে এসে ছবিটি দেখুন। আশা করি হতাশ হবেন না। আমরা নতুন এসেছি, আপনাদের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরও ভালো সিনেমা নিয়ে এগিয়ে যাওয়ার সাহস পাব।’

ছবিটিতে নায়িকা হিসেবে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী-উপস্থাপক এলিনা শাম্মী। ছোটপর্দার অভিনেত্রী হলেও কয়েক বছর থেকে শাম্মী সিনেমায় বেশি মগ্ন থাকছেন। এর আগেও তিনি শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।

নিজের ছবি দিয়ে দেশের সিনেমাপ্রেমীরা নতুন বছর শুরু করবেন। বিষয়টি ভাবতেই নাকি ভালো লাগে নায়িকার। তিনি বলেন, ‘ভীষণ ভালো লাগছে যে নতুন ইংরেজি বছরে মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমাটাই আমার অভিনীত। এটা আসলে কীভাবে হয়ে গেল আমার জানা নেই। তবে নিঃসন্দেহে এটা আমার অনেক ভালো লাগার বিষয়। কারণ বছরের প্রথম আমার অভিনীত সিনেমা। মধ্যবিত্ত সিনেমাটির গল্প মূলত আমার চরিত্র (রানু) ঘিরেই। আমি সর্বাত্মক চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছি। পরিচালকও অনেক কষ্ট করেছেন। সবাই মিলে আসলে মধ্যবিত্তকে দর্শকের মনের মতো, ভালো লাগার মতো একটি সিনেমা করারই চেষ্টা করেছি। আমি আশাবাদী মধ্যবিত্ত নিয়ে। কারণ এটি আমাদের যাপিত জীবনেরই গল্প। যে কারণে আমার মনে হয়, সবারই সিনেমাটি হলে গিয়ে উপভোগ করা উচিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা