× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে চূড়ান্ত বিচ্ছেদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১০:৪৮ এএম

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের প্রভাবশালী দুই তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তাদের বিচ্ছেদ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার আনুষ্ঠানিকভাবে ৩০ ডিসেম্বর চূড়ান্ত বিবাহবিচ্ছেদে স্বাক্ষর করেছেন ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটি। যার মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে দীর্ঘ ৮ বছরের আইনি লড়াইয়ের। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জোলির আইনজীবী জেমস সাইমন।

এ বিষয়ে জেমস বলেন, ‘বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াটি আট বছরেরও বেশি আগে শুরু হয়। এ সময় মি. পিটের কাছ থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা। তিনি ও তার সন্তানরা মি. পিটের সঙ্গে শেয়ার করা সব সম্পত্তি রেখে গেছেন এবং সেই সময় থেকে তিনি (জোলি) তার পরিবারের স্বস্তির দিকে মনোনিবেশ করেছেন। এরপর দীর্ঘ সময় এমন আইনি লড়াই চলতে থাকলে কিছুটা ক্লান্ত হয়ে জান জোলি। তবে একটি অধ্যায় মীমাংসা হওয়ায় তিনি স্বস্তি পেয়েছেন। এ বিষয়ে তার আর কোনো অভিযোগ নেই।’

দীর্ঘ ১১ বছর দাম্পত্য সম্পর্কে থাকার পর ২০১৬ সালে ব্র্যাড-জোলির বিচ্ছেদ হয়। নাবালক সন্তানদের অভিভাবকত্ব নিয়ে মামলায় লড়েন দুজনে। ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ ভিভিয়েন ও নক্স নামে তাদের ছয় সন্তান রয়েছে।

এর আগে এফবিআইর কাছে জোলি অভিযোগ করেছিলেন, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর প্রাইভেট জেটে চড়ে সন্তানদের নিয়ে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন তারা। সে সময় পিট জোলি ও তার সন্তানদের সঙ্গে বাজে আচরণ করেন।

পরে জোলির অভিযোগের ভিত্তিতে ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে এফবিআই ও লস অ্যাঞ্জেলেস কান্ট্রি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস। একই বছরের নভেম্বরে এফবিআইয়ের এক মুখপাত্র জানান, এ ঘটনায় পিটের কোনো সংশ্লিষ্টতা পাননি তারা। এরপরই পিটের বিরুদ্ধে করা সেই অভিযোগ তুলে নেন এই নায়িকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা