প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১০:৪৬ এএম
শাকিব খান
দেশের বিনোদনজগতের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান। সময়টা বলতে গেলে এখন একমাত্র তারই। কেননা গত বছরজুড়ে মুক্তি পাওয়া ছবির মধ্যে ব্যবসাসফল হয়েছে শুধু শাকিবের সিনেমাই। আরও কিছু সিনেমা আলোচানায় এলেও মূলত বক্স অফিসে ঝড় তুলতে পেরেছেন শুধু শাকিব খানই।
গত বছর মুক্তি পেয়েছে শাকিব অভিনীত তিনটি সিনেমা রাজকুমার, তুফান ও দরদ। এর মধ্যে তুফান রীতিমতো ঝড় তুলেছে সিনেমা হলে। এটি দেখার জন্য সিনেমা হলে উপচে পড়া ভিড় ছিল দর্শকের। বাকি দুটিও ব্যবসায়িক দিক থেকে মোটামুটি সফল। সিনেমা সফল করার জন্য এবার দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক। গতকাল এক ফেসবুক পোস্টে দর্শককে ধন্যবাদ জানান তিনি। সঙ্গে নতুন বছরে আরও ভালো করার প্রতিজ্ঞাও করেন।
বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) নিজের সালতামামি নিয়েই যেন হাজির হলেন শাকিব খান! দর্শক-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফেসবুক ওয়ালে লেখেন, ‘সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি বছর শেষ হতে চলল। বরাবরের মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
পোস্টে তিনি আরও বলেন, ‘পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন, গল্পগুলো আপন করে নিয়েছেন এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি। আপনাদের হাসিকান্না, আবেগ-অনুভূতি এবং ভালোলাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’
সবশেষে নতুন বছরেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় শাকিবের। নায়কের ভাষ্য, ‘নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। চলুন, সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতি আরও এগিয়ে নিয়ে যাই। বিশ্বদরবারে আমাদের বাংলা সিনেমা নিয়ে গর্ব করি।’
উল্লেখ্য, বিদায়ি বছরে ৫৩টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে বেশ কিছু গণমাধ্যমে বছরের আলোচিত সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে শাকিব খানের তিনটি সিনেমাই।