প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ১১:৩৬ এএম
শার্লিন ফারজানা
নাট্যাঙ্গনের পরিচিত মুখ শার্লিন ফারজানা। অভিনয় করেছেন নাটক, চলচ্চিত্রসহ হালের ওটিটি প্ল্যাটফর্মেও। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। দেশের নানা প্রান্তে রয়েছে তার অগণিত ভক্ত। তবে বিয়ের পর থেকে ক্যামেরা থেকে দূরে রয়েছেন এ অভিনেত্রী। তা-ও প্রায় অর্ধযুগ। দেশের সেলিব্রেটি অভিনেত্রীদের বিয়ের পর হারিয়ে যাওয়ার যে প্রবণতা, অনেকেই ভাবছিলেন সেদিকেই ধাবিত হচ্ছে শার্লিনের ক্যারিয়ার। তবে আশার কথা হচ্ছে, হারিয়ে যাননি শার্লিন, ফিরেছেন ক্যামেরার সামনে।
ঈদের আরও কয়েক মাস বাকি থাকলেও ঈদ ঘিরে নাটক-সিনেমা-ওয়েব ফিল্ম তৈরি শুরু হয়ে গেছে। তেমনই একটি ঈদের নাটকে অভিনয় করলেন জনপ্রিয় এ অভিনেত্রী। এ নাটক দিয়ে প্রায় ছয় বছর পর টিভিনাটকে অভিনয় করলেন শার্লিন। পথিক সাধনের ‘ভালোবাসা ভালো রাখার উপায়’ নাটকটিতে তার সহশিল্পী খায়রুল বাসার। এর আগে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। শার্লিন জানান, এখন তিনি শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।
ফলে নিয়মিত অভিনয়ে দেখা যাবে তাকে। ফেরা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মনে হচ্ছে, নতুন অভিনয়ে এসেছি। এতদিন ঘুমিয়ে ছিলাম। আবার শুটিংয়ে ফিরে এও মনে হচ্ছে, নিজের জগতে ফিরলাম। সেজন্য স্বস্তিও পাচ্ছি। আর এখানে বাড়তি পাওয়া ছিল খায়রুল বাসার।’
নাটকটি পরিচালনা করেছেন পথিক সাধন। ভালোবাসা কীভাবে টিকিয়ে রাখা যায়, সে গল্প নিয়ে এ নাটক। ঈদে প্রচারিত হবে এটি।
পরপর দুই সন্তানের মা হওয়ার কারণে অভিনয়ে দীর্ঘ বিরতি পড়ে যায়। ওজনও বেড়ে গিয়েছিল অনেক। তখনই ওজন নিয়ে কথা শুনতে হচ্ছিল। সহকর্মীরা কেউ কেউ বলছিলেন, ‘আগে ওজন কমিয়ে তারপর আসুন।’ শুনে শুরুতে বেশ হতাশ হয়ে পড়েন অভিনেত্রী। ভেবেছিলেন শুটিংয়ের মাধ্যমে ওয়ার্কআউট করে ওজন কমাবেন। তা আর হলো না। কিন্তু নিজের প্রিয় অঙ্গনে ফেরার একটা তাগিদ ঠিকই অনুভব করছিলেন শার্লিন।
নিজের সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী বলেন, ‘পরপর দুই সন্তান হওয়ার কারণে ওজন অনেক বেড়ে যায়। দ্বিতীয় সন্তান হওয়ার আগের সময়টা প্রচুর খেয়েছি। বাসা থেকে খুব বেশি বের হইনি। অনেক আরাম করেছি। আমাদের বাসায় অনেক আইটেম দিয়ে খাওয়ার প্রচলন। এভাবেই বাড়তে থাকে ওজন। আমার উচ্চতা একটু বেশি হওয়ায় বুঝতে পারিনি যে এতটা ওজন বাড়ছে।’
তবে হতাশ না হয়ে মনে জেদ চেপে গেল। ১১৪ কেজি ওজন থেকে সেই আগের ৫০ কেজিতে কীভাবে ফিরে আসা সম্ভব, এটা হয়ে দাঁড়াল ভাবনার মূল বিষয়। শরীরের মেদ ঝরিয়ে ঠিকই অভিনয়ের জন্য ফিট হলেন তিনি।
নিজের ওজন কমাতে অনেকেরই পরামর্শ নিয়েছেন শার্লিন। তিনি বলেন, ‘ওজন কমানো নিয়ে আমি রুনা (খান) আপার সঙ্গেও কথা বলেছি। এ ছাড়া আমার বান্ধবী লামিয়া চৌধুরী (অভিনেত্রী পারভীন সুলতানা দিতির একমাত্র কন্যা) একদিন আমার মন খারাপ দেখে পার্কে ডাকে। গিয়ে দেখি সে একের পর এক রাউন্ড দিচ্ছে। সেসহ আরও কয়েকজন ওজন কমিয়ে কাজে ফেরা অভিনেত্রীদের কথা জানায়। বলে যে আলিয়া ভাট, কারিনা কাপুর, সোনম কাপুর ওরাও মা হয়েছে। পরে ওজন কমিয়ে দিব্যি কাজে ফিরেছে। তাহলে আমি কেন পারব না?’