প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪ ০০:১৬ এএম
ভারতের কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন। রবিবার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু ও এনডিটিভিসহ আরও বেশ কিছু ভারতীয় গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে।
ওস্তাদ জাকির হোসেনের বন্ধু রাকেশ চৌরাসিয়ার বরাত দিয়ে পিটিআই’র খবরে বলা হয়, জাকির হোসেন হৃদযন্ত্রের সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি হন।
জাকির হোসেনের ম্যানেজার নির্মলা বাচানী জানিয়েছেন, ওস্তাদ জাকির হোসেন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন।
কিংবদন্তি আরেক তবলাবাদক আল্লা রাখার জ্যেষ্ঠ সন্তান জাকির হোসেন। ভারতীয় ক্ল্যাসিক্যাল সংগীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। ভারতের পাশপাশি বিশ্ব সংগীতেও সুপরিচিত ছিলেন তিনি।