× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বছরে নতুন পরিকল্পনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ০৮:৪১ এএম

রাফিয়াত রশিদ মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা

কয়েক বছর আগেও টিভি খুললেই নিয়মিত দেখা মিলত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। কেননা ছোটপর্দার রোমান্টিক গল্পের নাটকের অনেকটাই ছিল তার দখলে। অভিনয় দিয়েও মুগ্ধ রাখতেন দর্শককে। তবে গত চার বছর নাটকে দেখা নেই তার! এখন মাঝেমধ্যে ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করলেও নাটক থেকে একেবারেই দূরে আছেন। দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও এখন ব্যাপক জনপ্রিয় এ অভিনেত্রী। বিয়েও করেছেন কলকাতার শীর্ষ পরিচালক সৃজিত মুখার্জিকে। তবে বর্তমানে ক্যামেরার সামনে খুব কমই দেখা মিলছে অভিনেত্রীর।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে সমসাময়িক কাজ, ক্যারিয়ার ও নতুন বছরে নিজের পরিকল্পনা-প্রস্তুতি নিয়ে কথা বলেন মিথিলা। তিনি জানান, ‘নতুন বছরে বেশ কিছু কাজ হবে। নতুন পরিকল্পনা যোগ হবে। তাই প্রত্যাশা অনেক। এ ছাড়া আমি একজন পেশাদার উন্নয়নকর্মী। দীর্ঘদিন ধরেই বাচ্চাদের উন্নয়ন নিয়ে ব্র্যাকের সঙ্গে কাজ করছি। সে কাজটি বরাবরই নিষ্ঠার সঙ্গে করছি, ভবিষতেও সেটাই করতে চাই। এদিকে অভিনয়ের ক্ষেত্রেও নতুন কিছু করার চেষ্টা থাকবে।’

কেন দীর্ঘদিন ধরেই নাটক-সিরিজে অনুপস্থিতÑ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সত্যি অনেক দিন ধরেই কাজ করা হচ্ছে না। এর বিশেষ কোনো কারণ নেই। মাত্র কয়েক মাস হলো আমাদের দেশ একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেল। এসব কারণে সব সেক্টরেই কাজের গতি কমেছে। এখন সবকিছুই স্বাভাবিক হচ্ছে। হাতে অনেক কাজের প্রস্তাব আছে। এদিকে গত বছরে আমার একটি ওয়েব সিরিজ মুক্তি পায় “মাইশেলফ অ্যালেন স্বপন” নামে। এটির দ্বিতীয় কিস্তিও নির্মিত হবে। কিন্তু চলতি বছরে কোনো কাজেই আর যুক্ত হব না। চাকরিসূত্রে আমাকে ডিসেম্বরের পুরোটা সময় দেশের বাইরে থাকতে হবে।’

অন্যদিকে কলকাতায় দুটি সিনেমায় অভিনয় করেছেন মিথিলা। সে দুটি ছবি ও কলকাতায় নতুন কাজ সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘কলকাতায় আমার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া বেশ লম্বা সময় কলকাতা যাওয়া হয় না। সর্বশেষ ঈদে গিয়েছিলাম। সরাসরি উপস্থিত না থেকে কোনো কাজ ফাইনাল করা ঠিক নয়। তাই সেখানের নতুন কোনো কাজেও যুক্ত হচ্ছি না।’

সম্প্রতি বেশ ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী। চ্যালেঞ্জিং এসব চরিত্রে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সত্যি আমার শেষ কিছু কাজের প্রতিটি চরিত্রে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ফুটে ওঠে পর্দায়। অন্য শিল্পীদের মতো আমিও চাই নানামাত্রিক চরিত্রে নিজেকে উপস্থাপন করতে। তাই চ্যালেঞ্জিং চরিত্রগুলো বেছে নেওয়া। এমন চরিত্র এখন করতে চাই, যেগুলো আমাকে নতুন কিছু করার চ্যালেঞ্জ ছুড়ে দেবে।’

চার বছর আগে টিভিনাটকে শেষবার দেখা গেছে মিথিলাকে। নাটকে ফেরার বিষয়ে অভিনেত্রী বলেন, ‘নাটকের প্রস্তাব অনেক আসে, কিন্তু যে চরিত্র বা গল্পের প্রস্তাব পাই তা আমি আগেই করে ফেলেছি। তাই আর আগ্রহ পাই না কাজ করতে। এসব কাজ যদি এখন আবার করি দর্শক কতটা পছন্দ করবে তা নিয়ে সন্দেহ থেকে যায়। তবে টিভিনাটককে বিদায় জানিয়েছি, বিষয়টি এমন নয়। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই আবার করব।’

২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত অভিনেতা ও গায়ক তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন মিথিলা। ২০১৩ সালে জন্ম হয় তাদের একটি কন্যাসন্তান আইরা তাহরিম খানের। তবে ২০১৭ সালে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাহসান-মিথিলা। ২০১৯ সালে ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধেন এ অভিনেত্রী। বাংলাদেশের পাশাপাশি কলকাতার বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা