× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরগমের আয়োজনে মুত্তালিব বিশ্বাসের সংগীত সন্ধ্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৬:২৮ পিএম

মুত্তালিব বিশ্বাসের একক সংগীত সন্ধ্যা।

মুত্তালিব বিশ্বাসের একক সংগীত সন্ধ্যা।

দেশের সংগীত বিষয়ক একমাত্র নিয়মিত পত্রিকা ‘সরগম’ গত ২৯ বছর ধরে শুদ্ধ সংগীত প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘সরগম’ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র প্রবাসী সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের একক সংগীত সন্ধ্যা। 

৯০ বছর বয়সেও তিনি ৫০০ বছর আগের পদাবলী কীর্তন থেকে শুরু করে প্রায় ৭০ বছর আগের আধুনিক গান পরিবেশন করে হলভর্তি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। শিল্পীর নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে স্মারক ক্রেস্ট প্রদান করেন ‘সরগম’ সম্পাদক কাজী রওনাক হোসেন, নির্বাহী সম্পাদক উল্কা হোসেন এবং নজরুল সংগীত শিল্পী ইয়াসমিন মুশতারী। 

মুত্তালিব বিশ্বাসকে স্মারক ক্রেস্ট প্রদান করেন ‘সরগম’ সম্পাদক কাজী রওনাক হোসেন, নির্বাহী সম্পাদক উল্কা হোসেন এবং নজরুল সংগীত শিল্পী ইয়াসমিন মুশতারী। 

অনুষ্ঠানের শুরুতেই তিনি রসূল নামের ইসলামী গান দিয়ে তাঁর পরিবেশনা শুরু করেন। তারপর একে একে মুত্তালিব বিশ্বাস পরিবেশন করেন-  আমার গহীন গাঙের, মাধবী রাতে, বৃষ্টি এনে দাও, মরুর ধূলি হায়, আমি দুরন্ত, জানি জানি গো, পৃথিবী আমারে, যেথা গান যে সেথায়, বিরহ দিয়ে গেলে, ও আমার মন যমুনার, মা তোর কত রঙ্গ, কী আর বলিব, যদি গোকুল চন্দ্র। 

অনুষ্ঠানে সবশেষ গান ছিল- অতিন্দ্র মজুমদারের লেখা গণ নাট্য সংঘের জনপ্রিয় জাগরণী সংগীত- এই মৃত্যুর সমুদ্র পার হয়ে ভাই আকাশের সীমানা যে নাই। শিল্পী তার কন্যা বিশ্বাস করবী ফারহানাকে নিয়ে সংগীতটি পরিবেশন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা